শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার

সেগুনবাগান মাদরাসায় অনুষ্ঠানে বক্তারা

| শনিবার , ৪ মে, ২০২৪ at ১০:৫২ পূর্বাহ্ণ

সেগুনবাগান তালীমুল কুরআন মাদরাসার উদ্যোগে গত ২ মে মাদরাসার পরিচালক হাফেজ মুহাম্মাদ তৈয়বের সভাপতিত্বে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল। তিনি বলেন, সবক্ষেত্রে শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত হলে সমাজ ও রাষ্ট্রে যথাযথ শান্তি প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ সরকার সেই লক্ষে কাজ করে যাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন নুরুল হুদা চৌধুরী, ফয়জুল কাদের চৌধুরী, কামাল উদ্দীন চৌধুরী, মাওলানা নুরুল ইসলাম, হাফেজ আজিজুল্লাহ, মাওলানা হোসাইন, মাওলানা হাফেজ জাহাঙ্গীর আলম প্রমুখ। শেষে হাফেজ মুহাম্মাদ তৈয়বের মোনাজাতের মাধ্যমে আলোচনা সভা শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচারমাসে ১৮৮ শিশুর নরমাল ডেলিভারি
পরবর্তী নিবন্ধছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার ৩৮তম সম্মেলন