ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা

| বৃহস্পতিবার , ২৯ এপ্রিল, ২০২১ at ৬:৩০ পূর্বাহ্ণ

দেশে করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে বর্ধিত সর্বাত্মক লকডাউনের মধ্যে আগের নিয়মেই চলবে ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে ব্যাংক খোলা রাখা ও লেনদেনের সময় অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বর্তমানে ব্যাংকে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হয়। পুঁজিবাজারে লেনদেন হচ্ছে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। খবর বিডিনিউজের।
সরকার বুধবার প্রজ্ঞাপনের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের সময় ৫ মে পর্যন্ত আরো এক দফা বাড়ানোর পর দুই নিয়ন্ত্রক সংস্থা তাদের সিদ্ধান্তের কথা জানায়। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সার্কুলারে জানায়, এই সময়ে বর্তমান নিয়মেই ব্যাংকে লেনদেন চলবে। এর আগে ১৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউনে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চালু রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

পূর্ববর্তী নিবন্ধভয়াল ২৯ এপ্রিল আজ
পরবর্তী নিবন্ধগণপরিবহন অফিস বন্ধই থাকবে লকডাউনে