বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছেন জ্ঞানশ্রী মহাস্থবির

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা

| শনিবার , ২৩ এপ্রিল, ২০২২ at ৫:৩৫ পূর্বাহ্ণ

সমাজসেবায় একুশ পদক পাওয়ায় বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপসংঘরাজ ড. শীলানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবির, প্রিয়দর্শী মহাস্থবির, শাসনপ্রিয় মহাস্থবির ও বুদ্ধ রক্ষিত মহাস্থবির। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাস্থবির। সভার উদ্বোধন করেন বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন, বৌদ্ধ সমিতির মহাসচিব সুদীপ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন রাখাল চন্দ্র বড়ুয়া ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বর্তমান ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া।

বৌদ্ধ সমিতি যুব ও উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়া, টিংকু বড়ুয়া, প্রকৌশলী অসীম বড়ুয়া, বৌদ্ধ সমিতির যুব’র সভাপতি কর আইনজীবী জয়শান্ত বিকাশ বড়ুয়া, বিকাশ কান্তি বড়ুয়া, বৌদ্ধ সমিতি মহিলার সভাপতি পূরবী বড়ুয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, ড. জ্ঞানশ্রী মহাস্থবির একজন সাংঘিক মহাপুরুষ। বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ
পরবর্তী নিবন্ধদীর্ঘ ১৬ মাস কোভিড সংক্রমিত থাকার নজির