বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান পদে উপ নির্বাচন ১৬ মার্চ

ইভিএমে ভোট

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ জানুয়ারি, ২০২৩ at ৪:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যানের শূন্য পদে উপ নির্বাচন আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। গতকাল সোমবার নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানা যায়, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ২৭ ফেব্রুয়ারি ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ মার্চ। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বোয়ালখালী উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৮১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ৯২ ও ১ লাখ ১ হাজার ৭২৫ মহিলা ভোটার রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ২০ ডিসেম্বরে বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম মৃত্যুবরণ করলে উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য হয়।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধাপরাধীর নামে স্কুল থাকবে না
পরবর্তী নিবন্ধআয়কর নির্ধারণে কর কর্মকর্তাদের ‘অবাধ’ ক্ষমতা থাকছে না