বোয়ালখালীতে ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ২৩ এপ্রিল, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেছেন, শেখ হাসিনার কৃষি বান্ধব সরকার শুরু থেকেই কৃষকদের ভুর্তকি দিয়ে যাচ্ছে। প্রযুক্তির উন্নতির পাশাপাশি তাদের আধুনিক কৃষি যন্ত্রপাতি দিয়েছে। ফলে কৃষিক্ষেত্রে লেগেছে আধুনিকতার ছোঁয়া। গত বৃহস্পতিবার দুপুরে বোয়ালখালী উপজেলা হল রুমে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতারের সভাপতিত্বে ও কৃষি অফিসার আতিক উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম। এছাড়া ও ইউপি সদস্য হাসান চৌধুরী, আবুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে এ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ শত ক্ষুদ্র ও প্রান্তিক চাষির হাতে ৫ কেজি করে বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি করে এমওপি সার তুলে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ
পরবর্তী নিবন্ধএকে খান মোড়ে ছোরাসহ যুবক গ্রেপ্তার