বোধনের জাগো সুন্দর অনুষ্ঠান

| শনিবার , ১৮ জুন, ২০২২ at ১২:০৩ অপরাহ্ণ

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে বোধন আবৃত্তি স্কুলের চলমান ৫৭তম আবর্তনের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আবৃত্তির নিরীক্ষামূলক অনুষ্ঠান ‘জাগো সুন্দর’ গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। শুরুতে মাইক্রোফোনের ব্যবহারের উপর ক্লাস নেন আবৃত্তিশিল্পী জাভেদ হোসেন।

আয়োজনে ছোট ও বড়দের বিভাগের আবৃত্তি পরিবেশন করা হয়। এছাড়া বোধনের সদস্যদের মধ্যে আবৃত্তি পরিবেশন করেন পৃথুলা চৌধুরী, মোহিনী সংগীতা সিংহ, আরিফুন্নেসা সিদ্দিকা, তূর্ণা দাম, তারমিন পুষ্পা, প্রজ্ঞা পারমিতা, সেতার রুদ্র ঈশিতা, বাপ্পী বাড়ৈ ও তাহেরা আফিফা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ৫৭ আবর্তনের নবীণ শিক্ষার্থী নোটন, সুমাইয়া সুলতানা, সোমা বড়ুয়া, সাবরিনা নবী, অনন্যা শীল, সাদিয়া ইশতিয়াক এবং ফারজানা আক্তার। উপস্থিত ছিলেন বোধনের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী, মাইনুল আজম চৌধুরী, ডা. নিউটন দাশ, নিশাত আক্তার, মৃত্তিকা চক্রবর্তী, প্রিয়ন্তী বড়ুয়া, নাফিস মুরসালিন, নীল মজুমদার, লাবন্য প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসের শঙ্কা
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী