মীরসরাইয়ে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ১৮ জুন, ২০২২ at ১২:০৪ অপরাহ্ণ

মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হলো রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান। অনুষ্ঠানে গান গেয়ে সবাইকে মুগ্ধ করলেন ভারত থেকে আগত কিংবদন্তী কন্ঠশিল্পী ভূপেন হাজারিকার সহচর তুষার দে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান।

তুষার দে শুরু করেন কয়েকটি নজরুল গীতি দিয়ে। অনুষ্ঠানের শুরুতে রনজির ধরের কন্ঠে শুরু হয় রবীন্দ্র সংগীত ‘ও আমার দেশের মাটি’ দিয়ে শুরু হয়। এরপর গেয়ে শোনান নজরুল গীতি ‘যারে হাত দিয়ে মালা দিতে পার নাই’। কামরান মেহেদী শোনায় রবীন্দ্র সংগীত ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে।

নজরুলের বিদ্রোহী কবিতা আবৃত্তি করে শোনায় কবি ও সাংবাদিক মাহবুব পলাশ। মাহবুব পলাশের সভাপতিত্বে, তাছনিম মাহবুব তানহা ও নাজমুন ফারহার সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নাট্যকার মঈন উদ্দিন চৌধুরী সেলিম, প্রফেসর মনছুর ভূঞা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবোধনের জাগো সুন্দর অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটিতে আইকিউএসির সেমিনার