চট্টগ্রাম প্রেস ক্লাবের পারিবারিক সম্মিলন

| শুক্রবার , ৩ মে, ২০২৪ at ৭:৫৮ পূর্বাহ্ণ

নানা আয়োজনের মধ্যদিয়ে গত ১ মে চট্টগ্রাম প্রেস ক্লাবের পরিবারিক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। নগরীর ফয়’স লেক সীওয়ার্ল্ডে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক সদস্য এবং তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠানমালায় ছিলো বিভিন্ন রাইডস উপভোগ, নৌকাভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা, কথামালা, চানাস্তা, নৈশভোজ ও র‌্যাফল ড্র।

যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, পারিবারিক সম্মিলন উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রেস ক্লাবে সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, সম্মিলন উপকমিটির সদস্যসচিব এবং প্রেস ক্লাবের সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান। এ সময় সম্মিলন উপকমিটির যুগ্ম আহ্বায়ক ও প্রেস ক্লাবের সহসভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, মো. আইয়ুব আলী ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম মঞ্জু।

সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দারের উপস্থাপনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রত্যয় বড়ুয়া অভি, জিয়াউদ্দিন বাদশা, জুলি, লিজা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সুবল বড়ুয়া এবং কান্তা দে ও সুবর্ণা দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএইচবিএফসিতে নতুন ডিএমডি ও জিএম এর যোগদান
পরবর্তী নিবন্ধঅদৃশ্য শয়তান ও কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করা হলো বড় জেহাদ