বিজিসি ট্রাস্ট ভার্সিটিতে আইকিউএসির সেমিনার

| শনিবার , ১৮ জুন, ২০২২ at ১২:০৫ অপরাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে আইকিউএসির উদ্যোগে ‘Quality Assurance of Learning in Canadian Practices’ শীর্ষক এক সেমিনার আইকিউএসিএর পরিচালক ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সৌমেন চক্রবর্তীর সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব।

রিসোর্স পার্সন ছিলেন অধ্যাপক প্রফেসর ড. কাঞ্চন কুমার পুরোহিত।প্রধান অতিথি বলেন, উচ্চ শিক্ষার গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে অবশ্যই সকলকে কাজ করতে হবে, তাই উচ্চ শিক্ষার মানোন্নয়নে নিজেদের জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদের গবেষনা সহ বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণ করতে হবে।

সেই লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি আইকিউএসি এর মাধ্যমে শিক্ষকদের জন্য বিভিন্ন সেমিনারের আয়োজন করে থাকে। আজকের সেমিনার শিক্ষকদের দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় এক ব্যক্তি গ্রেপ্তার