রাঙ্গুনিয়ায় এক ব্যক্তি গ্রেপ্তার

ডিজিটাল নিরাপত্তা মামলা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৮ জুন, ২০২২ at ১২:০৬ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় সাইবার ট্রাইব্যুনাল মামলায় ফজল কাদের (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার লালানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড পেকুয়ারকুল এলাকার মৃত নাদেরুজ্জামানের ছেলে।

রাঙ্গুনিয়া থানার এসআই মো. মজিদ জানান, ফজল কাদেরের বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট করে অপপ্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। এই মামলায় গোপন সংবাদে খবর পেয়ে গতকাল রাত ৮টার দিকে তাকে কাপ্তাই সড়কের মরিয়মনগর চৌমুহনী থেকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, লালানগর ইউনিয়নের পেকুয়ারকুল ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. হারুন বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় গত মার্চ মাসে এই মামলাটি করেছিলেন।
মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয়। তার অভিযোগ, এই ৮ জন ফেসবুকে বিভিন্ন নামে-বেনামে আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে নানা কুরুচিপূর্ণ ভাষায় পোস্ট করে অপপ্রচার চালাচ্ছে। গ্রেফতার ফজল কাদের এই মামলার ৩নং আসামি। বাকিরা পলাতক রয়েছে বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটিতে আইকিউএসির সেমিনার
পরবর্তী নিবন্ধষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামী লীগ কর্মীরা প্রস্তুত রয়েছে