বিশ্ব সুন্নী আন্দোলনের ঈদে মেরাজুন্নবী (সা.) উদযাপন

| রবিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:৪৩ পূর্বাহ্ণ

ঈদে মেরাজ শরীফের মহান তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল শনিবার চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ মসজিদ কমপ্লেক্সে এক সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের প্রতিষ্ঠাতা ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের প্রধান উপদেষ্টা, একুশে পদক প্রাপ্ত হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ সাাইফুর রহমান নিজামী। এতে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম ও শিক্ষাবিদ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মহান মেরাজ শরীফ দয়াময় আল্লাহতাআলার সাথে আমাদের মহান প্রিয়নবী (সা.) প্রত্যক্ষ সাক্ষাত। মহান মেরাজ শরীফ প্রিয়নবীর নিকট স্বয়ং আল্লাহতাআলার মহিমাময় প্রত্যক্ষ প্রকাশ এবং প্রিয়নবীর মাধ্যমে সমগ্র সৃষ্টির নিকট রহমতময় পরোক্ষ প্রকাশ। নেতৃবৃন্দ বলেন, আল্লাহতাআলা

তাঁর অসীম ক্ষমতায় মহান প্রিয়নবীকে স্থান কালের উর্ধ্বে তাঁর পরম নৈকট্যে পৌঁছিয়ে তাঁর পবিত্র মহাসত্তার নূর ও তাজাল্লিতে মিলিত করে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো, জীবনের কেন্দ্র এবং সর্বজ্ঞান, সর্বগুণ ও সর্বকল্যাণের উৎসরূপে প্রকাশ করেছেন। সুন্নী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, স্রষ্টার গুণজ্ঞান

আলো রেসালাতের রহমতের ধারায় আলোকিত জীবন ও সকল মানুষের জন্য নিরাপত্তাঅধিকারস্বাধীনতামর্যাদাভিত্তিক সর্বকল্যাণময় সর্বজনীন মানবতার রাষ্ট্র ও অখন্ড মানবতার মুক্ত দুনিয়া খেলাফতে ইনসানিয়াত গড়ে তোলার নির্দেশনা মহান মেরাজ শরীফ।

দুনিয়াব্যাপী মিথ্যা ও অবিচারের ধারক নানাবিধ অপশক্তির গ্রাসে রূদ্ধ সত্য ও বিপন্ন জীবনের মুক্তি সাধনায় মহান ঈদে মেরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের শিক্ষা ও নির্দেশনার বাস্তবায়নে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদত্ত সর্বজনীন মানবিক সমাজরাষ্ট্রবিশ্বব্যবস্থার

লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সুন্নী আন্দোলনের নেতৃবৃন্দ সত্য ও মানবতায় বিশ্বাসী সকল মানুষের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় বীর মুক্তিযোদ্ধা তাজুর মুল্লুকের স্মরণ সভা
পরবর্তী নিবন্ধকিডনি রোগী কল্যাণ সংস্থার প্রস্তুতি সভা