কিডনি রোগী কল্যাণ সংস্থার প্রস্তুতি সভা

| রবিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:৪৪ পূর্বাহ্ণ

কিডনি রোগী কল্যাণ সংস্থার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব কিডনি দিবস উদযাপন প্রস্তুতি উপলক্ষে এক সভা গত ১৭ ফেব্রুয়ারি নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি এস.এম. জাহেদুল হক। প্রধান অতিথি ছিলেন কিডনি রোগী কল্যাণ সংস্থার উপদেষ্টা

অ্যাডভোকেট মো. বজলুর রশিদ। প্রধান আলোচক ছিলেন সংস্থার আজীবন সদস্য অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, সহসভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ, আজীবন সদস্য নবাব হোসেন মুন্না, সংস্থার কার্যকরী কমিটির সদস্য মোশাররফ হোসেন ও সংস্থার

প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ জাফর আহমদ। প্রতিষ্ঠাতা সম্পাদক জামালুদ্দিন হাওলাদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মোহাম্মদ আলমগীর, এম এ মাসুদ, আলমগীর মানিক, নুরুল কবির, সৈয়দ মোহাম্মদ মোস্তাকিম প্রমুখ।

উপস্থিত ছিলেন অ্যাড. মো. নুরুল আনোয়ার চৌধুরী, অ্যাড. মো. সারওয়ার হোসেন লাভলু, অ্যাড. মো. ফিরোজ, সাদউদ্দিন মো. আনাস, নুর উদ্দিন হোসাইন প্রমুখ। এ সময় কিডনি রোগী কল্যাণ সংস্থার উন্নয়ন ও অগ্রযাত্রায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. .এস.এম. বজলুর রশিদ এবং অ্যাড. জিয়া হাবীব আহসানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব সুন্নী আন্দোলনের ঈদে মেরাজুন্নবী (সা.) উদযাপন
পরবর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ নির্মাণে স্মার্ট শিক্ষার্থী তৈরি করতে হবে