স্মার্ট বাংলাদেশ নির্মাণে স্মার্ট শিক্ষার্থী তৈরি করতে হবে

বৃত্তি প্রদান অনুষ্ঠানে ড. ইফতেখার উদ্দিন

| রবিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ নির্মাণে স্মার্ট শিক্ষার্থী তৈরি করতে হবে। গতকাল শনিবার শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নমূলক প্রতিষ্ঠান হেলথ

কার্ড বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ, সংবর্ধনা ও স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী উপরোক্ত কথা বলেন।

শিক্ষাবিদ অধ্যক্ষ এম সোলাইমান কাসেমীর সভাপতিত্বে ও ইমরানুল হক এবং মোহাম্মদ আরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাফ্‌ফার আমেনা খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন

মুহাম্মদ আবদুল গাফ্‌ফার চৌধুরী, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান শওকত হোসেন, হেরার ধ্বনি ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ মাওলানা মুহাম্মদ আলম, কামালে ইশক মোস্তফা ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা তোয়াহা মুহাম্মদ মোদ্দাচ্ছির, মুসাইদা ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন

আবু হাসান, সিকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসাইন, এডভোকেট শওকত হোসেন, মাওলানা মোজাহেরুল হক, সংগঠক রবিউল হোসেন মানিক, প্রধান শিক্ষক শামসুল আলম, সাংবাদিক আব্বাস উদ্দিন, মাওলানা মুফিজুল ইসলাম। বক্তব্য রাখেন সৈয়দ মুহাম্মদ দিদারুল হক, মুহাম্মদ রায়হান, মুহাম্মদ

মিনহাজুল ইসলাম, কর্মকর্তা সানুপ্রু মারমা, জাহিদুল ইসলাম আরিফ, তামান্না জাহান, নুচিংউ মারমা, মামুন আদনান ও ইমরান সাঈদ প্রমুখ। অনুষ্ঠানে সেরা ২০ জনসহ ২৩০ জন শিক্ষার্থীদেরকে মেধাবৃত্তি, সংবর্ধনা ও স্কলারশীপ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকিডনি রোগী কল্যাণ সংস্থার প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধচুয়েটে সিএসই বিভাগের কর্মশালা