বিশ্বকাপ বাছাই এড়াতে সিরিজ জিততে চান তামিম

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২০ জানুয়ারি, ২০২১ at ১১:২২ পূর্বাহ্ণ

২০২৩ বিশ্বকাপে ৭টি দল খেলবে সরাসরি। দুটি দলকে খেলতে হবে বাছাই পর্ব পেরিয়ে। তবে সে দুই দলের এক দল হতে চান না তামিম। তাইতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। বিশ্বকাপ বাছাই পর্ব এড়াতে হলে এখন থেকে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ন। আর সে গুরুত্বপূর্ন সিরিজে পয়েন্ট হারাতে চান না তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক যদিও বলছেন সিরিজ জেতা নিয়ে ভাবছেন না তিনি। প্রতিটি ম্যাচ জেতার দিকে তার নজর। আর তাতেই পরিস্কার তিনি কি চান। তামিম জানান এখন থেকে আমরা ২০২৩ বিশ্বকাপের আগ পর্যন্ত ৩৩টি ওয়ানডে খেলব। তাই পয়েন্টের জন্য আমাদের এখন প্রতিটি ম্যাচ জেতা খুব গুরুত্বপূর্ণ। যেন বাছাই পর্ব খেলতে না হয় সেটা নিশ্চিত করতে চাইব আমরা। আর সে পথে হাঁটতে গেলে প্রথমেই এই সিরিজটা জিততে চান তামিম। দীর্ঘ দিন পর আজ বুধবার প্রথম ওয়ানডেতে ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগের দিন তামিম জানালেন, সামনের দিনগুলোতে খুব বেশি ওয়ানডে না থাকায় প্রতিটি ম্যাচ পাচ্ছে বাড়তি গুরুত্ব। যে সীমিত সুযোগ আমাদের সামনে আছে, আশা করি আমরা তা কাজে লাগাতে পারব। আমরা এমন একটা জায়গায় থাকতে চাই, যেখান থেকে আমাদের বাছাইয়ে খেলতে হবে না। মহামারীকালে ১৩ দলের সাত দলেরই অভিষেক হয়নি টুর্নামেন্টে। সর্বোচ্চ ৬টি করে ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া (৪০) ও ইংল্যান্ড (৩০)। পয়েন্ট তালিকার সবার ওপরে আছে তারাই। ২০ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান। পরের তিনটি স্থানে থাকা ভারত, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের পয়েন্ট ১০ করে।

পূর্ববর্তী নিবন্ধটানা দ্বিতীয় জয় ঢাকা আবাহনীর
পরবর্তী নিবন্ধসবচেয়ে কম জনপ্রিয়তা নিয়ে হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্প