ইউএসটিসির ইংরেজি বিভাগের সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন

| শুক্রবার , ১০ মে, ২০২৪ at ১১:৪১ পূর্বাহ্ণ

ইউএসটিসির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে গত ৬,৭ এবং ৮ মে সাংস্কৃতিক সপ্তাহ উদযাপিত হয়। বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. খালেদ বিন চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। সাংস্কৃতিক সপ্তাহ অনুষ্ঠানে বাংলা ও ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা, কবিতা পাঠ, নাটক মঞ্চায়ন, আদিবাসী সাংস্কৃতিক পরিবেশনা, কম্পিউটার ল্যাব উদ্বোধন ও দেয়ালিকা উন্মোচন ছিল মূল আকর্ষণ। সমাপনী পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।এতে বক্তব্য রাখেন উপউপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. রনজিত কুমার সাহা,সমাজবিজ্ঞান ও কলা অনুষদের ডিন ড. গুরুপদ চক্রবর্তী, অধ্যাপক ড. নারায়ণ বৈদ্য, এবং অধ্যাপক জয়নুল আবেদীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আজমাইন রহমান ও প্রান্ত দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাজেরা-তজু ডিগ্রি কলেজে ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালে অটিজম বিষয়ক সচেতনতামূলক সভা