মা ও শিশু হাসপাতালে অটিজম বিষয়ক সচেতনতামূলক সভা

| শুক্রবার , ১০ মে, ২০২৪ at ১১:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিউরোডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের কার্যক্রম এবং অটিজম বিষয়ক সচেতনতামূলক সভা গতকাল বৃহস্পতিবার হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নিউরোডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের (এনডিডি) ব্যবস্থাপনা পরিচালক (যুগ্ম সচিব) মো. শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের পরিচালক কাজী নাজিমুল ইসলাম ও জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপপরিচালক মো. ফরিদুল আলম। বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, প্রফেসর ডা. নাছির উদ্দিন মাহমুদ। অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ডা. ওয়াহিদা আক্তার লুবনা। প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরীর লিখিত বক্তব্য পড়ে শোনান সহকারী অধ্যাপক ডা. রেহানা আহমেদ। প্রধান অতিথি বলেন, এই প্রতিষ্ঠানটি দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। বিশেষ করে আপনাদের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র বৃহত্তর পরিসরে বিশেষায়িত শিশুদের সবগুলো বিষয় নিয়ে কাজ করছে। আপনাদের এই প্রতিষ্ঠানটি একটি সামাজিক উদ্যোগ। কমিউনিটির উদ্যোগে এবং কমিউনিটি সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। তিনি বলেন, সরকার বিশেষায়িত শিশুদের বা প্রতিবন্ধী শিশুদের জন্য অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছে। তার অন্যতম হলো এই এনডিডি ট্রাস্ট। এই এনডিডি ট্রাস্টের মাধ্যমে সরকার বিশেষায়িত শিশুদের সুরক্ষা, শিক্ষা, চিকিৎসা ও সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। এজন্য সরকার আলাদা আইন পাশ করেছেন। তিনি আরো বলেন, যাদের পরিবারে এধরনের শিশু আছে তারা ছাড়া এই পরিবারগুলোর কষ্ট কেউ বুঝবেনা। তাদের পাশে সর্বাত্বক সহযোগীতা নিয়ে সরকার এগিয়ে এসেছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উদ্যোগে রাউজান পৌরসভায় সায়মা ওয়াজেদ অটিজম হোম নির্মাণের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। এই প্রকল্পের জন্য আমি ব্যক্তিগতভাবে এবং এনডিডি ট্রাস্টের পক্ষ থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। এতে উপস্থিত ছিলেন হাফেজ আমান উল্লাহ, মাহবুব খান, মো. সাজ্জাদ, আবদুল মান্নান রানা, মোহাম্মদ সাগির, ডা. ফজল করিম বাবুল, এ এস এম জাফর, প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, প্রফেসর অসীম কুমার বড়ুয়া, ডা. মো. নূরুল হক, মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ কে এম আশরাফুল করিম, অধ্যাপক ডা. ধনঞ্জয় দাশ, কামরুল পাশা, কাজী মাকসুদুল আমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসির ইংরেজি বিভাগের সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন
পরবর্তী নিবন্ধআনোয়ারা সরকারি কলেজে অধ্যক্ষসহ ১৮ শিক্ষক-কর্মচারী সংবর্ধিত