আনোয়ারা সরকারি কলেজে অধ্যক্ষসহ ১৮ শিক্ষক-কর্মচারী সংবর্ধিত

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১০ মে, ২০২৪ at ১১:৪২ পূর্বাহ্ণ

সরকারিকরণের ৬ বছর পর আনোয়ারা সরকারি কলেজের ১৮ শিক্ষক কর্মচারী স্থায়ী সরকারিকরণ হয়েছে। গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, ২০১৮ সালে আনোয়ারা ডিগ্রী কলেজ সরকারিকরণ হওয়ার পর সরকারের এক নির্বাহী আদেশে কলেজের ১৮জন শিক্ষককর্মচারীকে (স্থায়ীভাবে রাজস্ব খাতে) হস্তান্তর করে সরকারীকরণ করায় গত বুধবার কলেজের অধ্যক্ষ সহ ১৮ শিক্ষক কর্মচারীকে সংবর্ধনা দেওয়া হয়। কলেজ আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল্লাহ আল মামুন। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ রিদুওয়ানুল হক, অধ্যাপক মীর কাশেম চৌধুরী,শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মোসলেহ উদ্দিন,আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম নুরুল ইসলাম প্রমুখ। সংবর্ধিত ১৮ জন শিক্ষককর্মচারীরা হলেন উপাধ্যক্ষ রিদুওয়ানুল হক, প্রভাষক কৃষ্ণা ভট্টাচার্য্য,প্রভাষক মোসলেহ উদ্দিন,প্রভাষক ফরিদা ইয়াসমিন, প্রভাষক মনিরা সুলতানা, সুজন আচার্য, মোহাম্মদ হাসান, সাইয়েদুল আবরার, রাজিয়া সুলতানা, মনির উদ্দিন, নীলিমা মহাজন, সিদুল বড়ুয়া, আবুল কাশেম, রুবিনা আক্তার, তানিজা তাসনীম, আবুল কাশেম, আনিস উর রহমান মাহমুদ, মো. সেলিম।অনুষ্ঠানে আনোয়ারা সরকারি কলেজ শ্রেষ্ঠ কলেজ ও অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল্লাহ আল মামুন আনোয়ারায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কলেজ ও শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। তার আগে অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল্লাহ আল মামুন ও তাসলিমা ছাফা কুমকুম অধ্যক্ষের নতুন অফিস ও নারী শিক্ষকদের জন্য নির্মিত এবাদত খানা উদ্বোধন করেন। সংবর্ধিত অতিথিদের ক্রেস্ট ও প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালে অটিজম বিষয়ক সচেতনতামূলক সভা
পরবর্তী নিবন্ধচুয়েটে ফাউন্ডেশন ট্রেইনিং ফর ফ্যাকাল্টি মেম্বার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা