ট্রফি তুলে দেওয়া হলো জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চ্যাম্পিয়নের হাতে

| শুক্রবার , ১০ মে, ২০২৪ at ১১:২৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন এবং নাসিরাবাদ সরকারী স্কুল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছিল। এই টুর্নামেন্টের জন্য বিসিবি কোন ধরনের ট্রফির ব্যবস্থা করেনি। তবে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা নিজেদের পক্ষ থেকে ট্রফির ব্যবস্থা করে। তবে সে ট্রফিটা মাঠে দিতে পারেনি তারা। টুর্নামেন্ট শুরু হওয়ার বেশ কয়েকদিন পর গত বুধবার রাতে এম আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস কনভেনশন হলে জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলকে ট্রফি প্রদান করা হয়।

সিজেকেএস ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলকে ট্রফি প্রদান করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দীন। এ সময় আরো উপস্থিত ছিলেন সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন শামীম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দিন হাসান, সানশাইন গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাফিয়া গাজী রহমান, অধ্যক্ষ সামির গাজী রহমান, নাসিরাবাদ সরকারী স্কুলের ক্রীড়া শিক্ষক দেবাশীষ নন্দী সহ উভয় স্কুলের খেলোয়াড়বৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধজামালের পাওনা পরিশোধে আর্জেন্টাইন ক্লাবকে ফিফার নির্দেশ
পরবর্তী নিবন্ধজিম্বাবুয়ের সঙ্গে জিতলে প্রশংসা নেই হারলে আছে সমালোচনা