বিভিন্ন সংগঠনের ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল

আজাদী ডেস্ক | শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১১:৩৮ পূর্বাহ্ণ

বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণকালে বক্তারা বলেছেন, রমজান মাসে বেশি বেশি দান সদকা করা উত্তম।

বাকলিয়া : বাকলিয়ায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমগ্র বাংলাদেশ জুড়ে ইফতার মাহফিলের পরিবর্তে নেতাকর্মীদের যার যা আছে তা নিয়ে নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়াতে বলেছিলেন। সেই ধারাবাহিকতায় এই বাকলিয়ায় ঈদ উপহার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে কেবি আমান আলী রোড গ্রীন ভিউ টাওয়ারের নীচ তলায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাকলিয়া জোন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী, ওয়ার্ড আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক এম আকবর আলী আকাশ, আহ্‌বায়ক কমিটির সিনিয়র সদস্য এড. মো. মুছা, এড. সৈয়দ জান ই আলম জানু, রাশেদ সরওয়ার, হাজী মোহাম্মদ আলী, আব্দুল হান্নান, মো. আলম, আঃ মালেক সওঃ, আঃ গাফ্‌ফার, আঃ গফুর, এস এম ওমর ফারুক, শেখ মোঃ নাঈম, দিদারুল আলম, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহাদূর, হাজী আবদুর রশিদ, জাহাঙ্গীর সুমন, বেলাল হোসেন বাপ্পি, জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম মনা, আবু সাঈদ সুমন, আমিরুল কাদের চৌধুরী সজিব, হায়দার আলী রিমন, মিজানুর রহমান মিজান, সুহৃদ বড়ুয়া শুভ, আবু সালেহীন মোহাম্মদ তানবীর, জুবায়ের আইয়ুব তাসফী, আরিফুল ইসলাম সোহেল, মোঃ কুতুবউদ্দিন, কামরুল ইসলাম, সালাউদ্দিন, মোঃ সাইফুল প্রমুখ।

আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান : মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম১৪ (চন্দনাইশসাতকানিয়া আংশিক) আসনের আওতাধীন সাতকানিয়ার খাগরিয়া, কালিয়াইশ, ধর্মপুর, বাজালিয়া, পুরানগড়, কৈওচিয়া ইউনিয়ন এবং চন্দনাইশ উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান ব্যাক্তিগত অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় দূর্গম পাহাড়ি অঞ্চল দোপাছড়ি ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ নেতা এড: আবু ছালেহ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা ওসমান গনি সিকদার, হারুনুর রশিদ বাহাদুর, ধর্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন টিপু, ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কালিয়াইশ আওয়ামী লীগ সভাপতি হাকিম আলী, সাধারণ সম্পাদক মাস্টার মহিউদ্দিন, কেওচিয়া আওয়ামী লীগ সভাপতি মাস্টার ইউনুচ, সাধারণ সম্পাদক রিপন দাশ সুজন, বাজালিয়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, পুরানগড় আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আ ফ ম মাহবুবুল হক সিকদার, সাধারণ সম্পাদক এ এফ এম আতাউলহক, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আবদুল শুক্কুর, সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান মুরাদ, মাহমুদুল হক বাবুল, ইদ্রিস আলী, শাখাওয়াত হোসেন শিবলী, বেলাল হোসেন মিটু, মো: সালাউদ্দিন, সাইফুর রহমান চৌধুরী, ফরিদুল আলম চৌধুরী, আবদুর রহিম চৌধুরী, ফরিদুল আলম, আবুল কালাম, মুজিবুর রহমান, আবদুস সালাম, দুলাল কান্তি নাথ, আবদুল আলীম, জাকির হোসেন চৌধুরী, সেলিম হোসেন, মফিজুর রহমান বাহাদুর, প্রবীন দাশ সুমন, আলমগীরুল ইসলাম প্রমুখ।

নাজিরহাট কলেজে বিএনসিসি প্লাটুন : নাজিরহাট কলেজে বিএনসিসি প্লাটুনের (সেনা শাখা) উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে। ক্যডেট সার্জেন্ট সায়মনের সঞ্চালনায় পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ গোলাম কিবরিয়া ক্যাডেটদের উদ্দ্যেশ্যে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সভায় আরো বক্তব্য রাখেন প্লাটুন কমান্ডার অধ্যাপক দোলন কান্তি ভট্টাচার্য, অধ্যাপক সাবেরা ইসলাম, অধ্যাপক মোসফেকা চৌধুরী ও অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দীন প্রমুখ। সবশেষে কলেজ ও দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন ক্যাডেট মোহাম্মদ আজগর আলী।

স্বেচ্ছাসেবকলীগ : দুস্থ ও পথশিশুদের মাঝে ঈদবস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠান ১৯ এপ্রিল বহদ্দারহাটে স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ জাবেদুল ইসলাম জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন বাচা, মোহাম্মদ নিশাত, মোহাম্মদ জনি, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ মহিউদ্দিন মানিক, মোহাম্মদ লোকমান, চান্দগাঁও থানা ছাত্রলীগের সহসভাপতি নয়ন উদ্দিন, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড ছাত্রলীগ নেতা মীর মোশাররফ হোসেন জুনায়েদ, মোহাম্মদ হাছান, মোহাম্মদ কামরুল, নয়ন, মোহাম্মদ তানভীর প্রমুখ। মেয়র রেজাউল করিম চৌধুরী এসময় বলেন, রমজানে মানুষের দুঃখদুর্দশা লাঘবে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

বাদুরতলা সূর্যসাথী ক্লাব : সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সহযোগিতায় বাদুরতলা সূর্যসাথী ক্লাবের আয়োজনে হামদ নাত কেরাত প্রতিযোগিতা, ইফতার মাহফিল, ঈদবস্ত্র বিতরণ ও অন্ধ অসহায় পরিবারকে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুরুল মোস্তফা টিনু। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি লায়ন মো. আবু নাসের রনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজল ফুডের চেয়ারম্যান নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ডা. গোপাল ভট্টাচার্য, লায়ন ইসমাইল চৌধুরী, নাসিমুল আহসান, ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, কোহিনুর আক্তার, আশিকুল আলম, শাহাদাত হোসেন রুমেল, গোলাম মোস্তফা মানিক, জিল্লুর রহমান, ডা. সোমা বিশ্বাস, নীলিমা বড়ুয়া, হাফেজ রিদওয়ান আলম, মো. ইসমাইল, মো. রফিক, তৌসিফ শাহরিয়ার লিটন দত্ত, সূর্য সাথী ক্লাবের সভাপতি খোরশেদ আলম, আসাদ মানসিব, আজহারুল ইসলাম, শহিদুল ইসলাম খসরু, মো. রবিউল সহ এলাকার নেতৃবৃন্দ।

যুবলীগ : আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, জননেত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করে বাংলাদেশকে সমৃদ্ধিশালী করতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গত বুধবার আকবর শাহ এলাকা পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজে ৯, ১০, ১১ ও ১৩নং ওয়ার্ডের জনগণের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেলের নিজস্ব অর্থায়নে ও সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আকবর শাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ, ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক সরোয়ার মোর্শেদ কচি, যুগ্ম আহবায়ক মোঃ এরশাদ মামুন, উত্তর জেলা যুবলীগের অর্থ সম্পাদক মোহাম্মদ শাজাহান, শিল্প ও বাণিজ্য সম্পাদক আবু সৈয়দ রেহান, দক্ষিণ জেলা যুবলীগের বিজ্ঞান প্রযুক্তি ও গবেষণা সম্পাদক জাহিদুল হক মার্শাল, চট্টগ্রাম মহানগর যুবলীগের মোঃ সোহেল প্রমুখ।

২৫নং রামপুরা ওয়ার্ড : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চুর ব্যবস্থাপনায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নগরীর ২৫নং রামপুরা ওয়ার্ডে গত বুধবার ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ.কে.এম বেলায়েত হোসেন। হালিশহর থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর ফয়েজ আহমদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন হালিশহর থানা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবু তাহের, হালিশহর থানা আওয়ামী লীগ নেতা মীর আহমদ সর্দার, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হুরে আরা বিউটি, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য শাখাওয়াত হোসেন স্বপন, হেলাল উদ্দিন, শহীদুল ইসলাম শামীম, সালেহ আহমদ দিঘল, আবদুর রাজ্জাক দুলাল, খোকন চন্দ্র তাঁতি, মো. ইসহাক, আবু বক্কর চৌধুরী, রতন মল্লিক, আজিজ উদ্দিন চৌধুরী, ইকবাল ইকরাম চৌধুরী শামীম, আমানত উল্লাহ ডিউক, আবুল বশর, মো. কামাল, আরিফুল ইসলাম মাসুম, নাহিদ, তাহের খান, এড. রবি সৈয়দ, সাইফুল করিম, ইঞ্জিনিয়ার রুবেল, মোহাম্মদ রুবেল, খায়রুল, নূরউদ্দিন মিলটন, রবিন, মোঃ এরশাদ, ইমরান আহমেদ শাওন প্রমুখ।

স্বপ্নীল বাঙালি চট্টগ্রাম জেলা কমিটি : স্বপ্নীল বাঙালি চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ ফয়সাল হোসেনের ব্যবস্থাপনায় পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনুদ্দিন ফরহাদ, মো ইকবাল হোসেন, মো. তানভির আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা স্বপ্নীল বাঙালির চট্টগ্রাম জেলার সভাপতি মোহাম্মদ ফয়সাল হোসেন। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সাইফুল, মো. মাসুদ মো. রাব্বি, স্বপ্নীল বাঙালী পরিচালনা পরিষদের ইসমাইল হোসেন, তানভীর হোসেন, ইব্রাহীম, চট্টগ্রাম জেলা শাখার আব্দুল্লাহ আল নোমান, মো. রুবেল হোসেন, নিয়াজ মো. নাঈম, আজগর আলী মানিক, শাহাদাত হোসেন শাকিল, ইব্রাহীম, সাগর, মিরাজ, সজিব, আকাশ, নাঈম, আকাশ, নুরনবী।

ডবলমুরিং ক্লাব : ডাবলমুরিং ক্লাবের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সংগঠনের কার্যালয়ে সুবিধাবঞ্চিত খেলোয়াড়দের পাশাপাশি এলাকার গরীবদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক ও কাউন্সিলর জিয়াউদ্দিন আহমেদ (তানভীর)। অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী কমিটির সদস্য শফিক জাবেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডবলমুরিং ক্লাবের সহসভাপতি এস.এম গিয়াসউদ্দিন। এতে বক্তব্য রাখেন, সহসভাপতি সাইফুল কবির মজুমদার, সাংগঠনিক সম্পাদক নুর আলমগীর ও প্রচার সম্পাদক নুর জাফর নাঈম।

চাট্‌গাঁইয়্যা নওজোয়ান : সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন চাট্‌গাঁইয়্যা নওজোয়ানের উদ্যোগে গত ১৬ এপ্রিল নগরীর একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহিল সিরাজের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। সম্মানিত অতিথি ছিলেন সাবেক মহিলা কমিশনার এ্যাডভোকেট রেহেনা বেগম রানু, বাংলাদেশ জুয়েলারী সমিতির ভাইস প্রেসিডেন্ট লায়ন নুরুল আবছার চৌধুরী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুল আযম চৌধুরী টিপু, চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সভাপতি মনোজ সেন, সাধারণ সম্পাদক আবুল কালাম, কাজি রবিউল ইসলাম, ইকবাল হায়দার, মুন্না ফারুক, কামাল উদ্দিন, শেখ নজরুল ইসলাম মাহমুদ, আবু তাহের চৌধুরী, ইকবাল মাহমুদ, গিয়াস উদ্দিন, লায়ন এম এ মুছা বাবলু, রকিবুল হাসান সোহেল, আনোয়ার হায়দার রাজিন, মোজাহেরুল ইসলাম, মোহাম্মদ মঞ্জুর আলম, জানে আলম জনি, রায়হান সুলতানা নিহা, সিমা সেন, ওমর আলী রনি, আবুল কালাম, আব্দুর রাজ্জাক। মাহফিলে মুনাজাত পরিচালনা করেন কাজী বাড়ী মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মাদ ইনামুল হক।

২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ : ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার শাড়িলুঙ্গী বিতরণ করা হয়েছে। ২নম্বর জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. বাহার উদ্দিন ও মো. শামসুদ্দিন বাদলের উদ্যোগে দুপুরে নগরীর টেক্সটাইল মোড়ে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। আওয়ামী লীগ নেতা হারুনুর রশীদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু ও জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন। এছাড়া উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, আনোয়ার হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন, মো. আবছার, জসিম পাটোয়ারী, যুবলীগ নেতা সোহাগ মিয়া, নবী আলম, সাত্তার, মোজাম্মেল হোসেন মিন্টু, মহিউদ্দিন লিটন, মো. নাছির, মোহাম্মদ শাহাজাহান, নুর হোসেন, আনোয়ার, হানিফ সহ অন্যান্যরা।

ফারুকআমিন হেল্প ক্যারিয়ার : নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের দুস্থ ও অসহায় রোজাদারদের মাঝে ফারুকআমিন হেল্প ক্যারিয়ারের উদ্যোগে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক মুহিতুল ইসলাম সিদ্দিকী আদিল, ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আরমানুল ইসলাম সিদ্দিকী, সংগঠনের উপদেষ্টা সমাজসেবক মোহাম্মদ আবু ছৈয়দ, এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী প্রমুখ।

উত্তর কাট্টলী ওয়ার্ড : উত্তর কাট্টলী ওয়ার্ডের সকল বীর মুক্তিযোদ্ধাদের ঘরে গিয়ে নিজ হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দিয়ে সম্মানিত করলেন ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে আকবর শাহ থানা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা সেলিম উল্লাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইমাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আনোয়ারুল কবির চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউল আলম প্রকাশ শফি বাঙ্গালি আকবর শাহ থানা আওয়ামী লীগ নেতা মোঃ আবু সুফিয়ান, ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ হারুন উর রশীদ (এম এ), মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ হায়দার আলী প্রমুখ।

আর কে ফাউন্ডেশন : আর কে ফাউন্ডেশনের উদ্যোগে কদম মোবারকস্থ বিজয়’৭১ কার্যালয়ে ঈদ উপলক্ষে দুঃস্থদের মাঝে পাঞ্জাবী, শাড়ী, লুঙ্গি বিতরণ অনুষ্ঠান গত ২০ এপ্রিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব সজল চৌধুরী, রাজনীতিবিদ জসিম উদ্দীন চৌধুরী, আর কে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. আর কে রুবেল, মমতাজ উদ্দিন, এড. নিলু কান্তি দাশ নিলমনী, ডা. এস. কে পাল সুজন, অনুপ কুমার রাশু পালিত, শিল্পী সমীরন পাল, লক্ষ্মী দাশ প্রমুখ।

তারুণ্য শক্তি : স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য শক্তির আয়োজিত গরীব অসহায় মানুষের মধ্যে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান ইবনুল ইভানের সভাপতিত্বে ও রিয়াদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা হাজী মো. লোকমান ও মুহাম্মদ আবদুল বারী। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ফরহাদ খান, সিরাজুল হক জিসান, ফয়সাল, জামশেদ সানি, আরফাত, আলী আযম, জুমন, আকাশ, রিদয় ইরাত, ইফতি, ইরফান, ইমতিয়াজ, আকিল, সিফাত, সায়মন, সাকিব, রাসেল, রাকিব প্রমুখ।

এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ : পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে ৩৭নং মুনির নগর ওয়ার্ড, আনন্দবাজার, জেলে পাড়া, আদর্শ পাড়া, নিউমুরিংসহ বিভিন্ন স্থানে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠান মহিউদ্দিন বাদশার সভাপতিত্বে ও জুবায়ের চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মেজবাহ্‌ উদ্দিন আহমেদ মোর্শেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মোঃ কাশেম, মোঃ সমশু, আবু তাহের মেম্বার, হারুন মেম্বার, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসভাপতি ফররুক আহমেদ পাভেল, শিক্ষা ও পাঠ্যচক্র সম্পাদক কবির আহমেদ, যুবলীগ নেতা মিলন দাশ, সাদ্দাম হোসেন, মোহাম্মদ রফিক, মোঃ নরুল কবির, তানজীব আহসান জিবু, জামাল উদ্দিন মাসুম, রাহাত ইমরান, ইউসুফ জিতু, আরিফুল ইসলাম সরল, আশিকুর রহমান, ইয়াসিন আরাফাত হৃদয়, শরিফুল ইসলাম রিমন, নুরুল আফসার বিন্দু, মোঃ তুহিন, মোঃ ফয়সাল, মোঃ সাকিব, আতিকুর রহমান প্রমুখ।

দরবারে বারীয়া শরীফ : নগরীর চান্দগাঁও বাহির সিগন্যাল দরবারে বারীয়া শরিফের উদ্যোগে (বাগান বাড়িতে) ১৮ এপ্রিল লাইলাতুল কদর ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বারীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ শামসুদ্দোহা বারী। মাহফিলে শবে কদরের তাৎপর্য নিয়ে আলোচনায় অংশ নেন পীরজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ মোকারম বারী, পীরজাদা সৈয়দ মুহাম্মদ সাইফুল ইসলাম বারী। মিলাদ কিয়াম শেষে দেশ জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ এবং বিশ্ববাসীর সমৃদ্ধি, ঐক্য ও সংহতি কামনায় মোনাজাত পরিচালনা করেন পীরে তরীকত আল্লামা সৈয়দ শামসুদ্দোহা বারী (মজিআ)

আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত ট্রাস্ট : আগ্রাবাদ হাজীপাড়ায় মহিমান্বিত লাইলাতুল কদর এবং সালাতু সালাম মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অপশক্তির গ্রাসে বিপন্ন দ্বীন মিল্লাত মানবতার মুক্তি সাধনায় রমজানের শিক্ষা বাস্তবায়নে খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে ও মহিমান্বিত লাইলাতুল কদর উপলক্ষে আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত ট্রাস্টের উদ্যোগে আগ্রাবাদ হাজিপাড়া দরবারে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের প্রতিষ্ঠাতা ও প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াতের সভাপতিত্বে ও আল্লামা মুফতি রেজাউল কাওসারের সঞ্চালনায় এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের প্রধান উপদেষ্টা হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন আল্লামা বারাকাত শাহ। বিশেষ মেহমান ছিলেন ট্যুরিস্ট পুলিশ সুপার আপেল মাহমুদ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গোলাম হাসান রানা, শাহিন হামিদ ইব্রাহিম, আল্লামা আরেফ সারতাজ, সোহেল মোহাম্মদ ইসলাম, এস এম সানাউল্লাহ, শহীদুজ্জামান, আল্লামা এমদাদুল হক সায়ীফ, হাফেজ আল্লামা ইলিয়াছ শাহ প্রমুখ।

লায়ন্স ক্লাব অব চিটাগাং রোদসী : লায়ন্স ক্লাব অব চিটাগাং রোদসীর উদ্যোগে গত ১৬ এপ্রিল নগরীর আগ্রাবাদের কর্ণফুলী শিশুপার্ক অডিটরিয়ামে মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণ ও ইফতার মাহফিল ক্লাবের প্রেসিডেন্ট লায়ন অশোক কুমার নাথের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লায়ন দেবাশীষ দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট জিইটি কোঅর্ডিনেটর লায়ন আসিফ উদ্দিন ভূঁইয়া, ডিস্ট্রিক্ট কনভেনশন চেয়ারম্যান লায়ন তারেক কামাল, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, জোন চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশ। বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট লায়ন হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক প্রেসিডেন্ট লায়ন সুজিত কুমার দাশ, সদ্যবিদায়ী প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার এটিএম সেলিম রেজা, ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন ড. শ্রীরাম আচার্য্য, ৩য় ভাইস প্রেসিডেন্ট লায়ন কবিতা রাণী শর্মা, ক্লাব ট্রেজারার লায়ন নাসিমা আক্তার। আরো উপস্থিত ছিলেন লায়ন ইমরান হোসেন ফরহাদ, রনধীর চৌধুরী, ডা. রাসেল নন্দী, ইঞ্জিনিয়ার অপু কুমার দাশ, আল ফারজানা আক্তার জুলি, সম্পদ দে, সাগির আলম জুয়েল প্রমুখ।

নুরুল হক জরিনা ফাউন্ডেশন : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষ থেকে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১২০০ দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহার দিয়েছে নুরুল হক জরিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু জাফর এসব সামগ্রী প্রদান করেন। বুধবার বিকালে মরিয়মনগর পূর্ব সৈয়দবাড়ি এলাকায় বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, উপজেলা যুবলীগের সহ সভাপতি পারভেজ হোসেন, আবদুল্লাহ আল হান্নান প্রমুখ। শেষে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।

আনোয়ারা বরুমচড়া ইউনিয়ন : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় বর্ষীয়ান রাজনীতিবীদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর জ্যেষ্ঠ পুত্র ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, ইউসিবিএল ব্যাংকের ইসি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি, শিল্পপতি আসিফুজ্জামান চৌধুরী জিমির পক্ষে উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক আজিজুল হক নসু উপজেলার বরুমচড়া ইউনিয়নে গতকাল দুপুরে ৫ শতাধিক দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী, আওয়ামীলীগ নেতা নজির আহমদ, দানু মিয়া,মো. সেলিম উদ্দীন প্রমূখ।

৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর : পবিত্র ঈদউলফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় সিটি কর্পোরেশন ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলীর ব্যাক্তিগত পক্ষ থেকে ঈদ উপহার স্বরূপ অত্র ওয়ার্ডের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৪৩নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শামসুল হক চৌধুরী, যুবনেতা সাভের আহমেদ, জাহেদ, মহানগর ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মিন্টু কুমার দে, মো. বাবর আলী সহ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

ইমাম হোসাইন (রা.) ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট : হযরত ইমাম হোসাইন (রা.) বহুমুখী ইসলামী কমপ্লেক্স ট্রাস্টের উদ্যোগে পবিত্র ঐতিহাসিক বদর দিবস ও হযরত মওলা আলী শেষে খোদা (রা.) শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৭ এপ্রিল এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া বারকোট সভাপতি অত্র এতিমখানার উপদেষ্টা এডভোকেট এ.কে,এম, শাহজাহান উদ্দীন। উদ্বোধক ছিলেন এতিমখানার উপদেষ্টা মন্ডলীর সভাপতি ওসাইফ পাওয়ার প্লান্টের জি এম, , কে, এম, ফজলুল হক, সভাপতিত্ব করেন এতিমখানার সভাপতি মুহাম্মদ লোকমান হাকিম বি,কম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মুহাম্মদ আবুল কাশেম, মাষ্টার মুহাম্মদ কমর উদ্দীন, লোকমান , ইয়াকুব ভান্ডারী, সাজ্জাদ হোসাইন, মাওলানা মুহাম্মদ আবু নোমান ইফতি, মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত হোসাইনী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপের শিক্ষার্থীদের ঈদ আনন্দে যুক্ত হল বিনামূল্যে নৌ যাতায়াত
পরবর্তী নিবন্ধবিশাখা সমাচার