সন্দ্বীপের শিক্ষার্থীদের ঈদ আনন্দে যুক্ত হল বিনামূল্যে নৌ যাতায়াত

সন্দ্বীপ প্রতিনিধি | শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১১:৩৭ পূর্বাহ্ণ

ঈদে দ্বীপ উপজেলা সন্দ্বীপের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে যাত্রী সেবা চালু করেছে হিউম্যান২৪ নামের একটি সংগঠন। গতকাল বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের চট্টগ্রামের হালিশহর থেকে বাসযোগে সীতাকুণ্ডের কুমিরা নিয়ে আসা হয়। সেখান থেকে সার্ভিস বোটযোগে তাদের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের জেটি সংলগ্ন নতুন খালে নামানো হয়। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে নৌপারাপারের এই কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. এম শফিকুল আলম। চবি সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ শোয়েব উদ্দিন হায়দারের সভাপতিত্বে কুমিরা ঘাটে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন হিউম্যান২৪’র প্রধান সমন্বয়কারী সাংবাদিক সালেহ নোমান, উদ্যোক্তা কাজী জিয়া উদ্দিন সোহেল। সন্দ্বীপ ইয়ুথ ক্লাবের প্রেসিডেন্ট মাহবুবুল মাওলার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সন্দ্বীপ এডুকেশন সোসাইটির সাবেক সেক্রেটারি মোহাম্মদ আমজাদ হোসেন, অধ্যাপক শাহীন ইব্রাহিম, খাদেমুল ইসলাম, আজিজুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন ড. মুসলেম উদ্দিন মুন্না, শাহীন ইব্রাহিম, শামছুদ্দিন সামছু, রিমন প্রমুখ।

প্রধান অতিথির বক্তেব্যে ড. এম শফিকুল আলম বলেন, উপকূলীয় দুর্গম এলাকা হওয়ার কারণে সন্দ্বীপের যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হয়।

পূর্ববর্তী নিবন্ধজনগণের দুর্দিনে প্রধানমন্ত্রী সবসময় পাশে থাকেন
পরবর্তী নিবন্ধবিভিন্ন সংগঠনের ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল