কালুরঘাটে টেম্পোর ধাক্কায় ভাঙল বৃদ্ধের পা

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ১১:০৭ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীর কালুরঘাটের ফেরিঘাটে টেম্পোর ধাক্কায় মো. গফুর (৫৫) নামে এক ব্যক্তির পা ভেঙে গেছে। গতকাল বুধবার সকাল ৭টার দিকে কালুরঘাটের পশ্চিম পাড়ে এ দুর্ঘটনা ঘটে। গফুরের বাড়ি পটিয়া উপজেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মো. ওয়াহেদুল ইসলাম বলেন, কালুরঘাটের পশ্চিম পাড়ে ফেরি থেকে উঠার সময় সিএনজিচালিত টেম্পোর সাথে ধাক্কা লেগে ব্যক্তিটির বাম পা ভেঙে যায়। ঘটনাস্থল থেকে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. নুরুল আলম আশেক বলেন, সকালে ফেরিঘাটে টেম্পোর ধাক্কায় আহত গফুরকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আছে।

পূর্ববর্তী নিবন্ধ‘মা-বাবার সাথে অভিমান’ চন্দনাইশে তরুণীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধআগামীর বাংলাদেশ গড়তে যুবকদের দক্ষতার বিকল্প নেই