সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা শুরু

সাম্পান শোভাযাত্রা আজ

| বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ১১:১৩ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীর ভাসমান মঞ্চে বিনি সুতার মালা গাথার মাধ্যমে কর্ণফুলী রক্ষায় বৃহত্তর সামাজিক আন্দোলন সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলার ১৮তম আসর শুরু হয়েছে। আজ ১১টায় অভয়মিত্র ঘাট থেকে সাম্পান শোভাযাত্রা (র‌্যালি) শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। আগামীকাল শুক্রবার বিকাল তিনটায় অভয়মিত্র ঘাট (নেভাল টু) থেকে সিডিএ মাঠ এলাকায় অনুষ্ঠিত সাম্পান খেলা উদ্বোধন করবেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

গতকাল বুধবার নগরীর ফিরিঙ্গিবাজার অভয়মিত্র ঘাট থেকে বিনি সুতার মালা অনুষ্ঠানের উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি এবং সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলার আহ্বায়ক চৌধুরী ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজসেবক শাহেদুর রহমান শাহেদ। প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলীউর রহমান। আবৃত্তি শিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন সভাপতি এস এম পেয়ার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমদ ও লোকমান দয়াল, ক্যাব চট্টগ্রামের জানে আলম, চলচ্চিত্র নির্মাতা সাঈফ আজাদ প্রমুখ। কর্ণফুলীর ভাসমান মঞ্চে সনজিত আচার্য্যের পরিচালনায় আঞ্চলিক গান পরিবেশন করেন, গীতা আচার্য্য, মিলন আচার্য্য ও প্রিয়া মনি। পাহাড়ি নৃত্য পরিবেশন করেন, খাগড়াছড়ি থেকে আগত পলিয়ন ত্রিপুরা ও তার দল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঘাইছড়িতে ট্রাক উল্টে নিহত ১
পরবর্তী নিবন্ধতিন দিন বিদ্যুৎবিহীন জুরাছড়ি-বরকল