তিন দিন বিদ্যুৎবিহীন জুরাছড়ি-বরকল

প্রান্ত রনি, রাঙামাটি | বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ১১:১৩ পূর্বাহ্ণ

তিন দিন ধরে বিদ্যুৎহীন ছিল রাঙামাটির দুইটি দুর্গম উপজেলা। জেলার বিলাইছড়ি থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বরকল ও জুরাছড়ি উপজেলা সদর বিদ্যুৎবিহীন হয়ে পড়ে গত রোববার বিকেল থেকে। তবে গতকাল বুধবার বিকেলে বিদ্যুৎ সরবরাহ সচল করা হলেও কয়েক দফায় লোডশেডিং হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার কয়েক হাজার মানুষ। এদিকে, বিদ্যুৎ সংযোগ সচল না থাকায় জুরাছড়িতে মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্কে বিপত্তি দেখা দেয়। তবে মঙ্গলবার সন্ধ্যা থেকে মোবাইল নেটওয়ার্ক সচল হলেও ইন্টারনেট সেবা পুরোদমে ফিরেনি। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের পড়ালেখাসহ গৃহস্থালি কাজ ব্যাহত হচ্ছে। অনেকেই সুপেয় ও ব্যবহার্য পানির সংকটে পড়েছেন। জুরাছড়ির বনযোগীছড়া ইউনিয়নের রাস্তার মাথা বাজারের মুদি দোকানি রিপন চাকমা বলেন, গত তিনদিন ধরে বিদ্যুৎ না থাকায় আমার দোকানের ফ্রিজে মাছমাংসসহ সব সবজি নষ্ট হয়ে গেছে। খুব কষ্টে আছি মোবাইল ব্যবহার করতে পারছি না, চার্জ না থাকার কারণে। আদরবালা চাকমা নামে স্থানীয় এক নারী বলেন, আমাদের এখানে বিদ্যুৎ না থাকায় মোটর দিয়ে পানি তুলছে পারছি না। চরম অসুবিধায় পড়েছি। রান্নাবান্না ও ঠিকমতো গোসল করতে পারছি না। এদিকে বিদ্যুৎ না থাকায় আমাদের বাড়ি ঘরে পানির সমস্যা দেখা দিয়েছে। জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান বলেন, আমাদের উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয় কাপ্তাইয়ের চন্দ্রঘোনা স্টেশন থেকে। আমি জানতে পেরেছি যে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে একটা অগ্নিদুর্ঘটনা হয়েছে। এ কারণে আমাদের এই সমস্যা দেখা দিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে, গতকাল বুধবার রাতে বিপিডিবি রাঙামাটি বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দীন আজাদীকে বলেন, গত রোববার বিকেল থেকে জুরাছড়িবরকলে বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ ছিল। তিনদিন পর বুধবার (গতকাল) বিকেল থেকে বিদ্যুৎ সরবরাহ সচল করা হয়েছে। বিলাইছড়ির একটি জায়গায় বিদ্যুৎ সঞ্চালনা লাইনের ওপর গাছ পড়ায় এমনটা হয়েছে। বিলাইছড়ি, জুরাছড়ি ও বরকলের বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা স্টেশন থেকে। বিলাইছড়ি থেকে জুরাছড়িতে বিদ্যুৎ সঞ্চালনা ব্যাহত থাকায় জুরাছড়ি ও বরকল বিদ্যুৎহীন ছিল। এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা শুরু
পরবর্তী নিবন্ধআইআইইউসির মিডিয়া প্রেস ও পাবলিকেশন কমিটির সভা