লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন : মনোনয়ন জমা দিলেন ১১ জন

চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৪, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ৭:৫৪ অপরাহ্ণ

আগামী ৫ জুন চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে বৃহস্পতিবার (৯ মে) মনোনয়ন জমাদানের শেষ দিন পর্যন্ত মোট ১১ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে জানা গেছে।

তাদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন জমা দিয়েছেন। বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান।

চেয়ারম্যান পদে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহিদু্ল কবির সেলিম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ, চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মহিলা আওয়ামীলীগ নেত্রী শাহিন আকতার সানা এবং কলাউজান ইউপির সাবেক মহিলা ইউপি সদস্য জেসমিন আকতার।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন এমএস মামুন, হুমায়ন কবির, জমিল উদ্দিন, মোঃ ফরহাদুল ইসলাম।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুুহাম্মদ ইনামুল হাছান দৈনিক আজাদীকে বলেন, ৯ই মে প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দানের শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জনসহ মোট ১১জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আগামী ১২মে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগামী ৫ জুন চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য এবারের উপজেলা পরিষদ নির্বাচনে লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নে ২ লাখ ২৩ হাজার ৬২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৯ হাজার ১০৮ জন ও মহিলা ভোটার ১ লাখ ৪ হাজার ৫১৮ জন।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় প্রশাসনের অভিযানে ২ বেকারীকে অর্থদণ্ড
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে গ্রিল কেটে বাসায় চুরি, ল্যাপটপ ও নগদ টাকাসহ গ্রেফতার ‌১