চট্টগ্রামে গ্রিল কেটে বাসায় চুরি, ল্যাপটপ ও নগদ টাকাসহ গ্রেফতার ‌১

| বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ৮:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামে চান্দগাঁও এলাকায় বাসার গ্রিল কেটে ল্যাপটপ ও নগদ টাকা চুরির মামলায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ মে) রাত ১১ টায় নগরীর বোস্তামী থানাধীন শীতল ঝর্ণা এলাকা থেকে ইমরান হোসেন নামের এক চোরকে গ্রেফতার করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচাবাজার জোহরা ম্যানশনের ৩ নাম্বার ফ্ল্যাটের দরজার তালা ভেঙে ১ টি ল্যাপটপ ও চার্জার, ২টি হাত ঘড়ি, ১ টি বাটন মোবাইল এবং নগদ ২৫,০০০ টাকা চুরি করে চোর।

মামলার তদন্তকারী অফিসার এসআই হৃদয় মাহমুদ লিটন বলেন, চুরির ঘটনার সূত্র ধরে বায়েজীদ বোস্তামী এলাকা থেকে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরপর তার দেওয়া তথ্যমতে চেয়ারম্যানঘাটা এলাকায় থেকে ঘটনায় চুরি হওয়া ১টি ল্যাপটপ, চার্জার ও নগদ ২৩০০ টাকা উদ্ধার করি।

আসামি ইমরান হোসেনের নামে কোতোয়ালী, পাঁচলাইশ, চকবাজার এবং চান্দগাঁও থানায় মোট ১৪ টি চুরি মামলা আছে বলে জানান এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন : মনোনয়ন জমা দিলেন ১১ জন
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় জহুরুল হক ঘাটিতে নিহত পাইলট আসিম জাওয়াদের জানাজা অনুষ্ঠিত