বিদ্রোহী নজরুল

রিয়াজ মাহমুদ রাতুল | বুধবার , ২৫ মে, ২০২২ at ৭:০০ পূর্বাহ্ণ

ধুমকেতু, কুহেলিকা আছে অভিযান,
আরও আছে কবিতা অ-কেজোর গান।
জাগরণী, কবি-রাণী, বিদায়ের ডাক
বিজয়িনী, পূজারিণী আছে মুনাজাত।

লিচু চোর, ঈশ্বর আছে অভিশাপ
ফাল্গুনী, আগমনী, অবেলার ডাক।
অ-নামিকা, পলাতকা, আমাদের নারী
পথহারা, সর্বহারা আরও পথচারী।

কান্ডারী হুঁশিয়ার, চল চল চল…!
বিদ্রোহী পড়ে পাই বুক ভরা বল।
কারার ঐ লৌহকপাট, সাম্যবাদী আছে
চৈতী হাওয়া, ব্যথা-নিশীথ একটু অন্য ধাঁচে।

তুমি ছিলে সব্যসাচী, সত্যের কবি
কালেকালে বেঁচে র’বে তোমার এ ছবি।
তুমিই তো কবিতা সাহিত্যের তাজা ফুল,
আমাদের প্রিয় কবি বিদ্রোহী নজরুল।

পূর্ববর্তী নিবন্ধনজরুলের নাম
পরবর্তী নিবন্ধবাজিয়ে সুর অগ্নিবীণার