বাজিয়ে সুর অগ্নিবীণার

আহসানুল হক | বুধবার , ২৫ মে, ২০২২ at ৭:০১ পূর্বাহ্ণ

কাব্য ও তাঁর গান শুনে
মন হয়ে যায় আনমনা
এমন কবি হাতে গুনে
যায় পাওয়া যায় ক’জনা ?

ঝাঁঝালো সব শব্দ বুনে
পান উপাধি ‘বিদ্রোহী ‘
খোঁচা মেরে সমাজ ঘুণে
দেখান তিনি ছিদ্র কী ?

জৈষ্ঠমাসে জন্ম যে তাঁর
শ্রাবণ মাসে যান চলে
দেন খুলে দেন আলোর দুয়ার
শব্দ সুধায়, হৃদ জলে !

অজ্ঞতা আর কুসংস্কারে
আনেন তিনি বজ্রাঘাত
তাঁর কবিতায় বারে বারে
ওঠে আসে সাম্যবাদ !

বাজিয়ে সুর ‘অগ্নিবীণার ‘
করেন তিনি বাজিমাৎ
তাঁর লেখনি খুব ক্ষুরধার
শাসক-শোষক হন যে কাত !

পূর্ববর্তী নিবন্ধবিদ্রোহী নজরুল
পরবর্তী নিবন্ধদুখু নামের ছেলে