নজরুলের নাম

বাসুদেব খাস্তগীর | বুধবার , ২৫ মে, ২০২২ at ৭:০০ পূর্বাহ্ণ

শব্দমালায় ফাগুন আনে
সুরের পাখি মাতায় গানে।
কোন সে কবি মনকে নাড়ায়
স্বপ্নালোকে হাতটি বাড়ায়?

প্রতিবাদের কন্ঠ স্বরে
ছড়ায় দ্রোহ শোষক ঘরে ।
কোন সে কবি দাঁড়ায় এসে
বঞ্চিতদের ভালোবেসে ?

কবিতা গান প্রেরণাতে
থাকেন ঘাত ও প্রতিঘাতে।
মুক্তি দেবার ঝাণ্ডা হাতে
নজরুলের নাম চেতনাতে।

পূর্ববর্তী নিবন্ধসেই ছেলেটি
পরবর্তী নিবন্ধবিদ্রোহী নজরুল