বোয়ালখালীতে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ২৬ এপ্রিল, ২০২৪ at ৯:১৩ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি অটো রাইস মিলের ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার হাজির হাট এলাকায় এ জরিমানা করা হয়। এ সময় আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর অধীন প্রণীত বিধিমালা অনুযায়ী ধান, চাল, গম, ভূট্টা, সার, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ ২ ব্যবসায়ী তা না মানার দায়ে তাদেরকে জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের পাট অধিদপ্তরের পরিদর্শক বাবুল চন্দ্র দাস, গাজী মোহাম্মদ হোসেন ও থানা পুলিশের সদস্যরা। সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় তানযীমুল কুররার অভিষেক
পরবর্তী নিবন্ধচিটাগাং সিনিয়রস’ ক্লাবের ঈদ পুনর্মিলনী