বিজিসি ট্রাস্ট ইউনির্ভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার শুরু

| মঙ্গলবার , ২২ জুন, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনির্ভার্সিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত ১০ দিন ব্যাপী এডমিশন ফেয়ার ২১ জুন থেকে শুরু হয়েছে। উক্ত ফেয়ার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব। গতকাল ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত উক্ত ফেয়ার উপলক্ষে ছাত্র-ছাত্রীরা বিবিএ, এল.এল.বি, বি. এ. (অনার্স) ইন ইংরেজী, বি.এস.সি (অনার্স) ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ব্যাচেলর অব ফার্মেসী (অনার্স), বি.এস. এস. (অনার্স) ইন জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ, এমবিএ, এমবিএ (এক্সিকিউটিভ) এম.এ. ইন ইংলিশ এ ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীগণ এডমিশন ফি এর উপর ৫০% ছাড় পাবেন। দক্ষিন চট্টগ্রামের বিভিন্ন কলেজ থেকে এইচ এস সি পাসকৃত ছাত্র-ছাত্রীদের জন্য টিউশন ফি থেকে ১০% ছাড় এবং বিভিন্ন ক্যাটাগরীতে ১০% থেকে ১০০% পর্যন্ত বিশেষ ছাড় রয়েছে। তাছাড়া ছাত্রছাত্রীগন বিভিন্ন ক্যাটাগরীতে বিশেষ ছাড়, মাসিক টিউশন ফি প্রদানের সুযোগ সহ চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থান থেকে যাতায়াতের জন্য বিনামূল্যে পরিবহন সুবিধা পাবেন। ফেয়ার উদ্ধোধনকালে উপাচার্য বলেন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে স্বল্প খরচে সকলের জন্য উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ বৃদ্ধি করা। তাই এই করোনা মহামারীর সময়ে উচ্চ শিক্ষা গ্রহনকারী ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের কথা বিবেচনা করে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ভর্তিতে ৫০% ছাড় সহ টিউশন ফিতে বিশেষ ছাড় প্রদান করছে। এমনকি করোনা পরিস্থিতির কারণে বর্তমানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য ১০% টিউশনফি মওকুফ করছে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, ডেপুটি রেজিস্টার সালাহউদ্দীন শাহরিয়ার, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ারা জেনী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক এম.ইউ. জামান, ডেপুটি ম্যানেজার ( অর্থ ও হিসাব) পিন্টু শীল, ডেপুটি এ্যাসিসটেন্ট রেজিস্ট্রার জেবুন্নেছা মমতাজ সহ বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তারা ।

পূর্ববর্তী নিবন্ধরাউজানের মানুষ এখন রাজশাহীর আম লিচুর জন্য অপেক্ষা করে না
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে হাজতির মৃত্যু