চমেক হাসপাতালে হাজতির মৃত্যু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ জুন, ২০২১ at ১১:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. হান্নান (৪১) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গত রোববার রাত সাড়ে তিনটার দিকে হাসপাতালের ১২ নং হৃদরোগ বিভাগে তার মৃত্যু হয়। হান্নান আনোয়ারার বারখাইন ইউনিয়নের পশ্চিম শোলকাটা এলাকার ছদর আলীর ছেলে। তিনি আনোয়ারা থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। তার হাজতি নম্বর- ২৩৫১২/১৯।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, গত ১৯ জুন কারাগারে অসুস্থবোধ করায় মো. হান্নানকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে একইদিন তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। এরপর তাকে হৃদরোগ ওয়ার্ডে ভর্তি করা হয়। ওখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যান তিনি। এখন কারাবিধি অনুযায়ী লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে কারা কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনির্ভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার শুরু
পরবর্তী নিবন্ধসততা ও স্বচ্ছতা প্রশাসনিক কাঠামোকে শুদ্ধতা দেয়