বিচারকের আসনে দুই কিংবদন্তি

| মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১:১৬ অপরাহ্ণ

কিংবদন্তি রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও নজরুল সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা এক হলেন একই মঞ্চে। তবে শিল্পী নয়, বিচারক হিসেবে। টেলিভিশন রিয়্যালিটি শো ‘ইয়াং স্টার’-এ দেখা যাবে তাদের। খবর বাংলানিউজের। এবার বাংলা গানের ভাণ্ডার সমৃদ্ধ করা পঞ্চকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন ও দ্বিজেন্দ্রলাল রায়ের গান দিয়ে সাজানো হয়েছে শোটির বিশেষ একটি পর্ব। পঞ্চকবির গানের পর্বে এই দুই শিল্পীকে বিচারকের আসনে দেখা যাবে। এ প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, পঞ্চকবির গান নিয়ে এই বিশেষ পর্ব আমার অনেক বেশি ভালো লেগেছে। এজন্য এর সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। এমন একটি আয়োজনে এসে তরুণদের কণ্ঠে পঞ্চকবির গান শুনতে পেরে ভালো লেগেছে। ফাতেমা তুজ জোহরা বলেন, পঞ্চকবির গান গাওয়া এতো সহজ নয়। কিন্তু প্রতিযোগীরা দারুণ করে গানগুলো গাইলো। এই আয়োজনের মাধ্যমে ভালো কিছু শিল্পী উঠে আসবে আমি বিশ্বাস করি। প্রতিটি পর্বেই অতিথি বিচারকের সঙ্গে থাকবেন এই আয়োজনের প্রধান তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী। আজ রাত ৮টায় আরটিভিতে পঞ্চকবির গানের প্রথম পর্ব প্রচার হবে। সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শোর অন্য দুটি পর্ব ৫ ও ১১ জানুয়ারি একই সময়ে একই চ্যানেলে প্রচার হবে।

পূর্ববর্তী নিবন্ধমেয়ের বিয়ে দিচ্ছেন এ আর রহমান, পাত্র কে?
পরবর্তী নিবন্ধবিপদে সালমানের ব্রেসলেটের যে পরিবর্তন ঘটে