বায়েজিদ বোস্তামী থানায় ওপেন হাউস ডে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৪ অক্টোবর, ২০২২ at ৯:৩১ পূর্বাহ্ণ

‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’- এই স্লোগানকে সামনে রেখে বায়েজিদ বোস্তামী থানার আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় এয়ার আলি হাট বাজারের অনন্যা স্কয়ারে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) আরফাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বায়েজিদ জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন। প্রধান বক্তা ছিলেন এয়ার আলী হাট বাজার কমিটির উপদেষ্টা মোহাম্মদ জসিম উদ্দিন জসিম। এসময় বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত ওসি (পরিদর্শক-তদন্ত) মোহাম্মদ হোছাইন আজাদীকে বলেন, মাদকের গডফাদারসহ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। মাদক, নারী নির্যাতন, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, চাঁদাবাজি, বিকাশ প্রতারণা নির্মূল এবং জঙ্গিবাদ বিরোধী সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি এলাকার সুশীল সমাজকেও ইতিবাচক ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ। পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন।

পূর্ববর্তী নিবন্ধময়ুখ চৌধুরীর কবিতা
পরবর্তী নিবন্ধপ্রফেসর শায়েস্তা খানকে সম্মাননা দিলো প্রবীণ হিতৈষী সংঘ