বাকলিয়ায় ব্যাটারি রিকশাসহ ১৫টি অবৈধ গাড়ি আটক

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ এপ্রিল, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিকদক্ষিণ বিভাগের উদ্যোগে গতকাল শনিবার নগরীর বাকলিয়া থানাধীন তুলাতলী মোড় ও আশপাশের মূল সড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় সড়কে অবৈধভাবে চলাচলরত ৯টি ব্যাটারি রিকশা, ফিটনেসবিহীন ১টি ট্রাক, ১টি বাস, ১টি হিউম্যান হলার ও টমটমসহ ১৫টি গাড়ি আটক করে সড়ক পরিবহন আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। অভিযানে অংশ নেন টিআই (বাকলিয়া) মো. মনিরুজ্জামান, সার্জেন্ট সিরাজুল ইসলাম, সার্জেন্ট ওয়াসিম আরাফাত, সার্জেন্ট নবীর হোসেন, সার্জেন্ট কিংকর দেবনাথ প্রমুখ।

ট্রাফিক (দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার এন. এম নাসিরুদ্দিন জানিয়েছেন, সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন গাড়ি, অবৈধ ব্যাটারি রিকশা ও গ্রাম সিএনজির বিরুদ্ধে সিএমপির ট্রাফিক (দক্ষিণ) বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধজাহানারা বেগম
পরবর্তী নিবন্ধকানাডার পার্লামেন্টে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ বিল পাস