বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : এমপি দিদার

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ৩ ডিসেম্বর, ২০২২ at ৯:১৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলম বলেছেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কথা মাথায় রেখে সবজি উৎপাদনে এবং কৃষকদের উন্নয়নে প্রধানমন্ত্রী ঘোষিত বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে। সীতাকুণ্ডে ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৬শ’ ৩০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিার বিকালে বিকেলে কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল্লাহ সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ্‌ আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, ইউপি চেয়ারম্যান এইচএম তাজুল ইসলাম নিজামী, রেহান উদ্দিন রেহান, ছাদাকাত উল্লাহ মিয়াজী, কাউন্সিলর শফিউল আলম মুরাদ, মো. বদিউল আলম জসিম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ্‌ আলম।

এ বিষয়ে কৃষি অফিসার মো. হাবিবুল্লাহ বলেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা অব্যাহত রেখে পুষ্টি ঘাটতি পূরণের জন্য সরকার ২০২২২০২৩ অর্থবছরে সবজির বীজ, হাইব্রিড ভূট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন মুগ, খেসারী বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এ ছাড়া জমি আবাদের জন্য সরকার ৪টি পাওয়ার থ্রেসার ও ৩টি কম্বাইন্ড হারভেস্টার ভর্তুকিতে কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাধনপুর ইউনিয়নে জবাবদিহিতামূলক নাগরিক সংলাপ
পরবর্তী নিবন্ধআবুধাবিতে পিঠা উৎসব