সাধনপুর ইউনিয়নে জবাবদিহিতামূলক নাগরিক সংলাপ

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৩ ডিসেম্বর, ২০২২ at ৯:১৪ পূর্বাহ্ণ

প্রতিবন্ধী মানুষদের নিয়ে কর্মরত জাতীয় সংগঠন সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ও সিবিএম এর সহযোগিতায় সাধনপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে সম্প্রতি সাধনপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এক নাগরিক সংলাপের আয়োজন করা হয়। সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে এম সালাহ্‌উদ্দীন কামালের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন, ইউপি সদস্য মো. এজাজ, করুণাময় ভট্টচার্য্য, নন্দন দে, মো. মসিউল আলম, মো. আব্দুল আজিজ, মো. শওকত আলী ও মহিলা ইউপি সদস্য কুলসুমা বেগম ও শিল্পী দেব।

নাগরিক সংলাপ অনুষ্ঠান ইউনিয়ন পরিষদের সচিব নোভেল ভট্রাচার্যের সঞ্চালনায় শুরু হয়। যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার সিবিআইডি প্রোগ্রাম অফিসার মির্জা বদরুল ইসলাম বেগ স্বাগত বক্তব্য রাখেন। প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষ থেকে সুপারিশমালা উপস্থাপন করেন মো. শাহজাহান। সভাপতি কে এম সালাহ্‌উদ্দীন কামাল প্রশ্নোত্তর পর্বে বলেন, ইউনিয়ন পরিষদে পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ না থাকায় ধারাবাহিকভাবে সকল সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে বরাদ্দ আসলে উক্ত কাজগুলো করার চেষ্টা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে জ্বালানি কাঠ জব্দ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : এমপি দিদার