বাঁশিওয়ালা

সুব্রত চৌধুরী | বুধবার , ৯ মার্চ, ২০২২ at ৮:০৬ পূর্বাহ্ণ

রেসকোর্স জুড়ে বাজবে বাঁশি
সাতই মার্চে সুরে,
লাঠি হাতে আসলো মানুষ
আকাশ – পাতাল ফুঁড়ে।

বাঁশিওয়ালার কণ্ঠে যাদু
যাদু মাখা সুরে,
‘জয় বাংলা’ ওই ছুঁ মন্তরে
জাগলো মানুষ দূরে।

মহাকবি বাঁশিওয়ালার
সাতই মার্চের হাঁকে,
স্বাধীনতার স্বপ্ন মানুষ
দেশটা জুড়ে আঁকে।

বাঁশিওয়ালার স্বপ্ন চোখে
স্বপ্ন ছিল বুকে,
সোনার বাংলা হবে এ দেশ
থাকবে মানুষ সুখে।

পূর্ববর্তী নিবন্ধবাধা আর নেই
পরবর্তী নিবন্ধঐতিহাসিক সাতই মার্চ