ঐতিহাসিক সাতই মার্চ

দিপংকর দাশ | বুধবার , ৯ মার্চ, ২০২২ at ৮:০৯ পূর্বাহ্ণ

সাতচল্লিশে দেশভাগের পর
বাংলা পাকি’র আন্ডারে,
অত্যাচার আর অবহেলা
পড়লো জমা ভাণ্ডারে।

ডুবে যাওয়া বাংলা তরীর
শেখ মুজিবুর ধরেন হাল,
রুখে দিয়ে শত্রুদের ছল
বললেন এবার আগুন জ্বাল্‌।

ঐতিহাসিক সাতই মার্চে
দিলেন স্বাধীনতার ডাক,
যার যা আছে সেটা নিয়েই
গর্জে ওঠো লাগাও তাক।

লাঠি কুড়াল কাস্তে শাবল
মনে নিয়ে সাহস বল,
পাকি’র বুকে দেও ঢুকিয়ে
ভেঙে সকল কলা-ছল।

মহান নেতার জ্বালাময়ী
ভাষণ দিলো মনে জোর,
ন’মাস পরেই সুফল এলো
স্বদেশ পেলো নতুন ভোর।

পূর্ববর্তী নিবন্ধবাঁশিওয়ালা
পরবর্তী নিবন্ধস্বপ্ন ছিল তাঁর