বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২০ at ১০:৩৫ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি হয়েছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হিসাব সহকারী আবদুর রউফ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কাজ শেষ করে মঙ্গলবার অফিস থেকে চলে যান সব কর্মকর্তা-কর্মচারী। তারা গতকাল বুধবার সকালে অফিসে এসে দেখেন, বিভিন্ন স্থানে মালামাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হিসাব বিভাগের সকল আলমারির তালা ভাঙা। অফিসের হলরুমের পাশের জানালার গ্রিল কাটা। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন পাহারাদার রয়েছে। তাছাড়া হাসপাতালের জরুরি বিভাগ সারা রাত ছিল খোলা। এত কাছাকাছি স্থানে কিভাবে চুরির ঘটনা ঘটেছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের হিসাব সহকারী আবদুর রউফ বলেন, এই চুরির মাধ্যমে বোঝা যায়, আমরা কোথাও নিরাপদ নই। হিসাব বিভাগে থাকা নগদ প্রায় ৭০ হাজার টাকা নিয়ে যায়। কিছু কাগজপত্র তছনছ করেছে চোরেরা। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমাদকের বিরুদ্ধে সাইকেল
পরবর্তী নিবন্ধমানুষের কল্যাণে লায়ন সদস্যদের কাজ করে যেতে হবে