মানুষের কল্যাণে লায়ন সদস্যদের কাজ করে যেতে হবে

খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণকালে গভর্নর

| বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২০ at ১০:৩৬ পূর্বাহ্ণ

মানুষের কল্যাণে লায়ন সদস্যদের কাজ করে যেতে হবে। এতে সাধারণ মানুষের কাছে লায়নিজমের ইমেজ যেমন বৃদ্ধি পাবে, তেমনি সমাজও উপকৃত হবে। লায়ন্স ক্লাব অব চিটাগং, লিও ক্লাব অব চিটাগং ও ক্যাব্রিয়ান গার্লস লিও ক্লাবের উদ্যোগে টাইগারপাস হযরত শাহ জামাল (র.) ও শাহ কামাল (র.) এতিমখানা ও হেফজখানায় শিশুদের মাঝে চাল, ডাল, শুকনো খাবার, কম্বল ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণকালে লায়ন জেলা গভর্নর ডা. সুকান্ত ভট্টাচার্য প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন শামসুদ্দিন সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু। সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগং এর প্রেসিডেন্ট লায়ন আবু নাসের রনি। এতে উপস্থিত ছিলেন জিএলটি ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর লায়ন জি কে লালা, প্রজেক্ট চেয়ারম্যান লায়ন ইসমাইল চৌধুরী, রিজিয়ন চেয়ারম্যান লায়ন তপন কান্তি দত্ত, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন হাসান মাহমুদ, জোন চেয়ারপার্সন লায়ন বেলাল, ক্লাবের সহ সভাপতি লায়ন সোহেল খান, ক্লাব সেক্রেটারি লায়ন শহিদুল ইসলাম টিটু, ট্রেজারার লায়ন সাহেদা কামাল, লিও ক্লাব প্রেসিডেন্ট লিও রুমেল খান, সেক্রেটারি লিও শেখ মুনতাসীর, লিও ইশমাম সাকিব, লিও বাধন ঘোষ, লিও শাহরিয়ার, লিও মোমেন, লিও রানা, লিও সাইদুর রহমান, লিও কন্ঠ দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি
পরবর্তী নিবন্ধআওয়ামী রাজনীতির বাতিঘর ছিলেন এস এম ইউসুফ