বাঁশখালীতে আগুনে ৪ দোকান পুড়ে ছাই

| বৃহস্পতিবার , ১৮ এপ্রিল, ২০২৪ at ১১:১৯ পূর্বাহ্ণ

বাঁশখালীতে আগুনে পুড়ে ৪টি দোকান ছাই হয়ে গেছে। এতে অন্তত ৩৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

বুধবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মাহমুদুল্লাহ সওদাগরের দোকান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা বলেন, আমরা প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যায়। রাত ১২টার দিকে মোবাইলে ফোন আসে বলে যে, আমাদের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তারপর দৌড়ে এসে দেখলাম আগুন দাউ দাউ করে জ্বলছে দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৩৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় তারা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ মাহমুদুল্লাহ সওদাগর দোকান এলাকার দোকানগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে রিদুওয়ানের মুদির দোকান, আব্দুল মান্নানের চায়ের দোকান, রুহুল আমিনের ফলের দোকান ও অর্পণ সুশীলের সেলুনের দোকান পুড়ে যায়।

এ সময় স্থানীয়দের সহায়তায় এবং বাঁশখালী ফায়ার সার্ভিসের সদস্যদের এক ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স ইনচার্জ মো. আজাদুল হক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। এতে স্থানীয় ও ফায়ার সার্ভিস সদস্যদের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅস্থায়ী সরকার গঠন করা হয়েছিল বলে আমরা বিশ্বের বুকে স্বীকৃতি পেয়েছি
পরবর্তী নিবন্ধউখিয়ায় অটোরিকশা তল্লাশি চালিয়ে ২ কেজি আইস জব্দ, আটক ১