বাঁশখালীতে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

পুড়ল ৮ বসতঘর

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২৪ মে, ২০২১ at ৬:০৬ পূর্বাহ্ণ

বাঁশখালীতে অগ্নিদগ্ধ হয়ে সায়মা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ৮ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার গভীর রাতে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড তেলিয়াকাটা এলাকায় এঘটনা ঘটে।
নিহত সায়মা ওই এলাকার আমান উল্লাহর মেয়ে। সায়মার আরেক বোন আছে। দুই বোনের মধ্যে সায়মা বড়। সে স্থানীয় পূর্ব পুঁইছড়ি কাচারি পাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় সে গত বৃহস্পতিবার নানা আব্দুস ছত্তারের বাড়িতে খালার সাথে বেড়াতে আসে। তার বেড়াতে আসা যেন কাল হয়ে দাঁড়ালো।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ মে রাতে ওই এলাকার আহমদ ফকিরের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে ৮ বসতঘর পুড়ে যায়। এসময় অগ্নিদগ্ধ হয়ে সায়মা নামে এক শিশুর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জয়নাল আবেদিন (৫০) নামে এক বাকপ্রতিবন্ধীকে উদ্ধার করা হয়। তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে বাঁশখালী হাসপাতালে আনা হয়। সেখান থেকে পরে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অগ্নিকাণ্ডে ৮ বসতঘরের ১৯টি পরিবারের ক্ষতিগ্রস্তরা হলেন- ওই এলাকার মুহাম্মদ জামাল উদ্দিন, রশিদ আহমদ, শকির আহমদ, প্রতিবন্ধী জয়নাল আবেদিন, মো. মুজিব, আবদু সাত্তার, হাবীবুর রহমান, হামিদুল আজম, বেলাল উদ্দিন, আনিসুর রহমান, রহিম উদ্দিন, বাদশা , জসিম উদ্দিন, বদি আলম, বশির, কামাল হোছাইন, মো. দেলোয়ার, মোহাম্মদ হোছাইন।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার লিটন বৈষ্ণব জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। এর আগেই ৮টি বসতঘর পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে দাফন কাফনের জন্য থেকে ২০ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ২ হাজার টাকাসহ খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনিম্নচাপ থেকে আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ইয়াস
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন আক্রান্তের চেয়ে সুস্থ বেশি