বাংলাদেশকে অন্য দেশের চোখে দেখে না যুক্তরাষ্ট্র : ম্যাক্সওয়েল

| শুক্রবার , ২৬ এপ্রিল, ২০২৪ at ৮:০৫ পূর্বাহ্ণ

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাক্সওয়েল মার্টিন বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমরা দ্বিপক্ষীয় প্রেক্ষাপট থেকেই দেখি। এ সম্পর্ককে আমরা অন্য দেশের লেন্স (দৃষ্টি) দিয়ে দেখি না। এ সম্পর্ক ভারত, চীন, রাশিয়া বা তৃতীয় কোনো দেশের মাধ্যমে পরিচালিত নয়। গতকাল ঢাকায় মার্কিন দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ভারতপ্রশান্ত মহাসাগরীয় কৌশল (আইপিএস) ও বাংলাদেশের জন্য এর তাৎপর্য নিয়ে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। খবর বাংলানিউজের।

এক প্রশ্নের উত্তরে ম্যাঙওয়েল মার্টিন বলেন, গণমাধ্যমসহ নানা জায়গায় শুনেছি যে, ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে যুক্তরাষ্ট্র। এটি সত্যি নয়। আমরা যদি দ্বিপক্ষীয় অভিন্ন স্বার্থের নিরিখে দেখি, তাহলেই আমরা একসঙ্গে কাজ করতে পারি। এটি সরকার, গণমাধ্যমসহ সবাইকে জোর দিয়েই বলছি। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা বহুমাত্রিক।

পূর্ববর্তী নিবন্ধজিআই সনদ পেল ১৪ পণ্য
পরবর্তী নিবন্ধব্যাংক পরিচালক পরিচয়ে টাকা হাতিয়ে নেয়া সেই প্রতারক আটক