বসন্ত বরণ

অশোক কুমার ধর | শনিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

ধীরে ধীরে

কমে আসছে শীতের তীব্রতা,

ঋতুচক্রে

খুলবে এবার বসন্তের পাতা।

ভোরে জাগবে

দূর্বা ডগায় শিশির বিন্দুর ফোঁটা,

আম্রমুকুল

ভেদ করে আসবে আমের গোটা ।

কচিপত্র

সবুজ রঙে মাথা নাড়াচাড়া করবে,

বৃক্ষডালের

উঁচু শাখায় কোকিল গান ধরবে।

চতুর্দিকে

ঘুরে বেড়াবে বৌ কথা কও পাখি,

প্রকৃতি প্রেমিকের

মন ভরিয়ে জুড়াবে হৃদয় আঁকি।

পানকৌড়ি

জলে ডুবে ধরবে নানা মাছ,

জড়তা কেটে

উঁকি মারবে নির্জীব থাকা গাছ।

পথেপ্রান্তরে

হালকা হাওয়ায় উড়বে ধুলোবালি,

পশ্চিমআকাশ

গোধূলি লগ্নে ছড়াবে আবির ডালি।

কৃষ্ণচূড়া

পলাশের রঙে প্রকৃতি সাজবে বৌ ,

পুষ্প সুভাসে

চতুর্দিকে করবে মৌ মৌ।

সবকিছু

নিয়ে নতুন সাজে সাজবে ঋতুরাজ,

বসন্ত বরণে

পড়বে চারিদিকে নব সাজ সাজ।

পূর্ববর্তী নিবন্ধগৃহকরের যন্ত্রণা থেকে মুক্তির জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি
পরবর্তী নিবন্ধচর্চাটা স্বীকৃতির চাইতে অনেক বড়