বর্ণমালা

শিরিন আফরোজ | শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২৪ পূর্বাহ্ণ

বর্ণমালা বলে –
আমি হব তোমার চিন্তা ও অনুভূতি প্রকাশের হাতিয়ার,
বর্ণমালা বলে –
আমায় নিয়ে লিখতে পারো তুমি যাবতীয় গল্পসম্ভার।
বর্ণমালা বলে-
আমি তো এসেছি অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে,
বর্ণমালা বলে –
আমায় নিয়ে তুমি সাজাও কবিতার ঝুড়ি অতি আপনে।
বর্ণমালা বলে –
আমায় নিয়ে কতজনে বলে মিথ্যায় সাজানো কথা,
বর্ণমালা বলে –
আমি তো রক্ত দিয়ে কেনা তাই মিথ্যাতে পাই ব্যথা।
বর্ণমালা বলে –
আমি হতে চাই শ্যামল বাংলার রূপময় কবিতার ছন্দ,
বর্ণমালা বলে –
আমি তো চাই আমার ব্যবহারে কেউ না করুক মিথ্যা ও মন্দ।
বর্ণমালা বলে –
আমার ব্যবহারে কতজগত বিখ্যাত লেখক লেখায় রেখেছে অবদান,
বর্ণমালা বলে –
আমার ব্যবহারে আজও লিখছে কত লেখক সত্যের জয়গান।
বর্ণমালা বলে –
আমার ব্যবহারে সাহস নিয়ে সকলে করতে পারে অন্যায়ের প্রতিবাদ,
বর্ণমালা বলে –
আমার ব্যবহার ছাড়া গুমোট কান্না নয়, রুখতে হবে সংঘাত।
বর্ণমালা বলে –
আমার ব্যবহারে সবার অধিকার সমান!
গভীরতা আমার সীমাহীন,
বর্ণমালা বলে –
আমার ব্যবহারে বাঙালির আনন্দ-বেদনা
যদিও আমি প্রাণহীন।
বর্ণমালা বলে –
আমি পেয়েছি বিশ্ব দরবারে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি,
বর্ণমালা বলে –
আমি বহন করি ভাষা শহীদদের ঋণ যাঁরা
জীবন দিয়ে দেখিয়ে গেল প্রীতি।
বর্ণমালা বলে –
আমার জন্যই তো জাতীয় সংগীত এত মায়াবী মধুমাখা,
বর্ণমালা বলে –
আমার জন্যই বাঙালির জীবন হয়েছে!
গর্বিত ইতিহাসের পাতা।

পূর্ববর্তী নিবন্ধউপলব্ধি আমার রাজনৈতিক পথচলা জীবন থেকে
পরবর্তী নিবন্ধসুস্থতা : আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত