বন্দর তহবিলের এক শতাংশ চসিককে প্রদানের সিদ্ধান্তে সাধুবাদ

| রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৬:৪০ পূর্বাহ্ণ

সম্প্রতি মন্ত্রী পরিষদের সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব তহবিল থেকে ১ শতাংশ অর্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে প্রদানের সিদ্ধান্ত নীতিগতভাবে অনুমোদিত হয়েছে বলে পত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়। এই দাবিটি প্রথম তুলেছিলেন চট্টগ্রামের জননন্দিত নেতা সাবেক সফল মেয়র প্রয়াত এ বিএম মহিউদ্দিন চৌধুরী। তিনি এই ব্যাপারে জনমত সংগঠিত করে সরকারের দৃষ্টি আকর্ষণে প্রাণান্ত চেষ্টা করেছিলেন। পরবর্তীতে অন্যান্য মেয়রগণও এই দাবিতে সোচ্চার ছিলেন। তবে এখানে উল্লেখ না করলেই নয়, ৬ মাসের জন্য বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক, এককালের তুখোড় ছাত্রনেতা খোরশেদ আলম সুজন এই দাবিটি তুলেই ক্ষান্ত হননি, তিনি সরকারের সর্বোচ্চ পর্যায়ে এই দাবির যৌক্তিকতা বুঝাতে সক্ষম হয়েছিলেন যার প্রেক্ষিতে মন্ত্রী পরিষদের এই সিদ্ধান্ত। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং তাঁর মন্ত্রী পরিষদের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে আশা করব, বর্তমান মেয়র মহোদয় বন্দর থেকে প্রাপ্ত অর্থ যথাযথ কাজে লাগিয়ে চট্টগ্রামের সার্বিক উন্নয়ন দৃশ্যমান করবেন।
শেখ মোজাফফর আহমদ, ফোর্‌্‌রখ সেন্টার, নজুমিঞাহাট, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধআসুন সতর্ক হই