আসুন সতর্ক হই

চম্পা চক্রবর্তী | রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৬:৪০ পূর্বাহ্ণ

করিডোরে দাঁড়িয়ে দৃষ্টি দিলাম ব্যস্ততম শহরের চির চেনা রাস্তায়। এখন লক ডাউন চলছে। গতবছর ২০২০ সালে লকডাউনের কথা মনে পড়ল। তখন মনে ছিল সারাক্ষণ ভয়। এ বুঝি কী হয়। হঠাৎ লক ডাউনে দেশ অচল হয়ে গিয়েছিল। জনশূন্য নগরীতে পরিণত হলো চিরচেনা নগরী। মৃত্যুর মিছিল শুরু হলো। কি নির্মম পরিস্থিতি- মায়ের মৃতদেহ ছেলে নিতে আসছে না। এই তো সেদিন মানুষ কতো প্রিয়জন হারালো। এত তাড়াতাড়ি কেমনে সব ভুলে গেছি। মনে কোনো ভয় কেনো জাগে না। একি ২০২১ সালের লকডাউন! অবাক হয়ে তাকিয়ে আছি প্রতিদিনের ন্যায় রিকশা, টেক্সি, বাস, টেম্পো সব চলছে আগের মতো। ফেরি করে চলছে সবজি বিক্রেতা। ঔষধের দোকান, মুদির দোকান ছাড়াও অন্য সব দোকান দরজা খোলা। চলছে বেচাকেনা। এ কোন ধরনের লক ডাউন! অফিস খোলা, গার্মেন্টস খোলা, বইমেলা খোলা, গণ পরিবহন খোলা! লক শুধু শিক্ষা প্রতিষ্ঠান। এ লক ডাউনের তাৎপর্য কী? এ আমরা কোন দেশে আছি। কেনো মৃত্যুর মিছিলকে আহবান করছি। গতবছর থেকে এবার আক্রান্ত দ্বিগুণ, মৃত্যুও দ্বিগুণ। তারপর রাস্তার দিকে তাকালে এসব কিছু বোঝা যায় না। মানুষের মুখে নেই কোনো মাস্ক। মানছে না কোনো বিধি নিষেধ। অনেক রোগী হাসপাতালে স্থান না পেয়ে রাস্তায় প্রাণ হারাচ্ছে। কি নির্মম সময় পার করছি। তবুও আমাদের বোধগম্য হচ্ছে না। তবুও আমাদের সতর্ক হবার কথা মাথায় আসছে না। কিভাবে প্রচার করলে মানুষের মধ্যে সচেতনতা ফিরে আসবে। আগে বেঁচে থাকা তারপর না হয় সামাজিক অনুষ্ঠান, ঈদ, পূজা, বেড়াতে যাওয়া, সব হবে। সবাই একসাথে প্রিয়জনদের নিয়ে বেঁচে থাকুক এই প্রার্থনা করুণাময় সৃষ্টিকর্তার কাছে।

পূর্ববর্তী নিবন্ধবন্দর তহবিলের এক শতাংশ চসিককে প্রদানের সিদ্ধান্তে সাধুবাদ
পরবর্তী নিবন্ধচলে যাই যদি কেউ বাঁধন ছিড়ে কাঁদিস কেন মন