বঙ্গবন্ধু

আলী আকবর বাবুল | রবিবার , ১৪ আগস্ট, ২০২২ at ৬:০১ পূর্বাহ্ণ

শ্রাবণধারায় ছাপ্পান্ন হাজার বর্গমাইল যেন কৃষ্ণচূড়া ফুটল
সাত কোটি জনতার বুক রক্তশূন্য মুহূর্তেই
কৃষ্ণগহ্বর থেকে অন্ধকার নেমে এলো পতাকা জুড়ে
তুমি পড়ে আছ বত্রিশের সিঁড়িতে, জাতির পিতা।

তোমার বজ্র হুঙ্কারে কেঁপে উঠত পাষাণ শত্রুর হৃদয়,
স্বাধীনতার মূলমন্ত্রে তুমি ছিলে অটল উন্নত শির,
বাঙালির জাতির জন্ম ইতিহাসে-
৭ই মার্চের ভাষণে জেগে ওঠে কোটি জনতা।

তোমার সংগ্রামী ডাকে স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ
কৃষক- শ্রমিক, কন্যা জায়া জননী আপামর জনতা
জনসমুদ্রে ঢেউয়ের পরে ঢেউ আছড়ে পরে
‘স্বাধীনতা’র মূলমন্ত্র ‘এবাবের সংগ্রাম মুক্তির সংগ্রাম’।

তুমি রয়েছ আমাদের হৃদয়ে বাংলার জন্মদাতা বঙ্গবন্ধু
বিচলিত চোখে খুঁজেনি আপনজন ভাই-বোন, স্ত্রী-সন্তান
ঘাতকের বুলেট তোমার বক্ষ ঝাঝড়া করেনি শুধু,
বাঙালির অশ্রুতে সমুদ্রজল নোনা হয়ে গেলো।

পূর্ববর্তী নিবন্ধজঁ ফ্রেদেরিক জোলিও-ক্যুরি : নোবেল বিজয়ী পদার্থবিদ
পরবর্তী নিবন্ধবিষাদ-ছোঁয়া সেই রাতের গল্প