বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৮ বালক জাতীয় বাস্কেটবলের ফাইনালে চট্টগ্রাম-বিকেএসপি

| রবিবার , ৬ মার্চ, ২০২২ at ৮:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের উদ্যোগে এবং চিটাগাং ক্লাব লিমিটেডের ব্যবস্থাপনায় আয়োজিত বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৮ বালক জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ। ফাইনাল খেলায় অংশ নেবে চট্টগ্রাম দল এবং বিকেএসপি দল। চিটাগাং ক্লাব বাস্কেট বল কোর্টে গতকাল ৫ মার্চ সেমি ফাইনালের দুটি খেলা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম দল ৫২ -২৪ পয়েন্টের ব্যবধানে রাজশাহী দলকে এবং অপর খেলায় বিকেএসপি দল ৫২-২২ পয়েন্টের ব্যবধানে ঢাকা দলকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। এর আগে গত ৪ মার্চে অনুষ্ঠিত ৬টি খেলায় চট্টগ্রাম দল দিনাজপুর দলকে ৩০-১৬ পয়েন্টের ব্যবধানে, বিকেএসপি দল নরসিংদি দলকে ৩৮-১৬ পয়েন্টের ব্যবধানে, রাজশাহী দল যশোর দলকে ৪৬-২৯ পয়েন্টের ব্যবধানে, বিকেএসপি চট্টগ্রাম দলকে ৫৫-২১ পয়েন্টের ব্যবধানে, এবং নরসিংদী দল দিনাজপুর দলকে ১৯-১৩ পয়েন্টের ব্যবধানে হারায়। ফাইনাল খেলা শেষে আজ ৬ মার্চ সন্ধ্যায় সিসিএল স্পোর্টস কমপ্লেঙে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিজেকেএস সেক্রেটারি অ জ ম নাসির উদ্দিন এবং চীফ হোস্ট থাকবেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান নাদের খান।

পূর্ববর্তী নিবন্ধপাইরেটসের টানা জয়,সুপার ফোর পর্বে ব্রাদার্স ইউনিয়ন
পরবর্তী নিবন্ধএবার চাঁদের কাছ থেকে নজরদারি করবে আমেরিকা