জাল ভোট দেয়ায় মানিকছড়িতে পাঁচ জনকে জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় জাল ভোট দেওয়ার অপরাধে ৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্তরা হলেন উপজেলার গভামারা এলাকার মো. সম্রাট (১৮), মো. ইউসুফ আলী (৩৩) ও তিনটহরী মাস্টার পাড়ার মো. রানা (২২)

উপজেলার গভামারা সরকারি উচ্চ বিদ্যালয়, তিনটহরী উচ্চ বিদ্যালয়, বড়ডলু কঞ্জুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদান ও সহায়তার অভিযোগে মোট ৫ জনকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়া।

পূর্ববর্তী নিবন্ধ‘অতিরিক্ত ছুটিতে’ পিছিয়ে গেল মাধ্যমিকের অর্ধবার্ষিক মূল্যায়ন
পরবর্তী নিবন্ধলক্ষ্মীছড়িতে দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত